আইপিএল আয়োজনের ইচ্ছা আরব আমিরাতের

প্রকাশ | ১১ মে ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
শ্রীলংকা ক্রিকেট বোর্ড আগেই প্রস্তাব করেছিল, এবার প্রস্তাব এলো আরব আমিরাতের পক্ষ থেকে। দুই দেশেরই ইচ্ছা আইপিএলের ১৩তম আসর নিজ মাটিতে আয়োজনের। লঙ্কানদের নিরাশ করলেও এবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। আরব আমিরাতে আইপিএলের ম্যাচ নতুন কিছু নয়। ২০১৪ সালে নির্বাচনী সংঘর্ষ এড়াতে ২০টি ম্যাচ আয়োজন হয়েছিল দেশটিতে। ২০২০ আইপিএল নিয়ে মাথাব্যথা থাকলেও এখনই কোনো সিদ্ধান্তে যাচ্ছে না বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধামাল জানিয়েছেন, 'আমরা চাইলে অবশ্যই আরব আমিরাতে আইপিএল আয়োজন করতে পারবে। তবে এখন যেহেতু আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, তাই এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।' আইপিএলের ঝুলে থাকা আসরটা এ বছরই আয়োজনে বেশ মরিয়া বিসিসিআই। প্রয়োজনে দর্শকহীনভাবে কিংবা জীবাণুমুক্ত স্টেডিয়ামে আয়োজন করা যায় কি না তা নিয়েও চেষ্টা আছে। ভারতজুড়ে করোনার বিস্তার ব্যাপকহারে ছড়িয়ে পড়ায় এই মুহূর্তে দেশের মাটিতে ক্রিকেট আয়োজন বেশ ঝুঁকিপূর্ণ বোর্ডটির জন্য।