ফিফার নতুন নিয়মেই দেশের ফুটবল

প্রকাশ | ১২ মে ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
দেশের ঘরোয়া ফুটবল আবার কবে শুরু হবে তা অনিশ্চিত। ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে সিদ্ধান্ত নিতে রোববার জরুরি সভায় বসছে বাফুফে। ওই সভায়ই ভাগ্য নির্ধারণ হবে পেশাদার ফুটবলের সবচেয়ে বড় আসরের। ঘরোয়া ফুটবলের এবারের মৌসুম শুরু হলে, পাঁচ খেলোয়াড় পরিবর্তনের যে নতুন নিয়ম করেছে ফিফা- সেটাই প্রয়োগ করবে বাফুফে। ফিফার নতুন নির্দেশনা ইতোমধ্যেই বাফুফের কাছে পৌঁছেছে। বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, 'নির্দিষ্ট সময়ের জন্য ফিফা এই নিয়ম করেছে। ওই সময়ের মধ্যে আমাদের ঘরোয়া ফুটবল হলে নতুন নিয়ম প্রয়োগ করব। করোনার সময়ে খেলোয়াড়রা তাদের ফিটনেস ধরে রাখার কাজটি ঠিকমতো করতে পারেনি। বিশ্বব্যাপী ফুটবলারদের কথা চিন্তা করে, তাদের ইনজুরিমুক্ত রাখতে ফিফা এই প্রস্তাবটি দিয়েছিল ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডকে (আইএফএবি)। সেটা অনুমোদন হয়েছে। আমরা নতুন নিয়মেই খেলা চালাব।' করোনাভাইরাসের কারণে সাময়িকভাবেই নিয়মটা বদল করেছে ফিফা। স্থগিত হওয়া মৌসুম যেন সঠিকভাবে শেষ করা যায়, সেজন্য প্রতি ম্যাচে বদলি করা যাবে ৫ ফুটবলার। করোনার কারণে দুজন খেলোয়াড় বেশি পরিবর্তনের সুযোগ পাবে দলগুলো। স্থগিত হয়ে যাওয়া ফুটবল লিগগুলো পুনরায় চালু করা হলেও দ্রম্নত যেন শেষ করা যায়, সে লক্ষ্যে ফুটবলার পরিবর্তনে সাময়িক এই নিয়মের অবতারণা করা হলো। কারণ, দ্রম্নত লিগ শেষ করতে হলে সপ্তাহে ২-৩টি ম্যাচও খেলতে হতে পারে ক্লাবগুলোকে। তাতে ফুটবলারদের ওপর চাপ পড়বে। সেটা কমাতেই এই আইন তৈরি করা হয়েছে। পাঁচ ফুটবলার পরিবর্তনের সুযোগ নিয়ে এগিয়ে থাকা দল হয়তো সময়ক্ষেপণের কৌশল নিতে পারে। যে কারণে পাঁচবার খেলা থামিয়ে ৫ খেলোয়াড় পরিবর্তন করা যাবে না। আগের মতো তিনবার খেলা থামিয়েই ৫ খেলোয়াড় পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে একবার থামিয়ে একাধিক কিংবা বিরতির সময়ে খেলোয়াড় পরিবর্তন করতে হবে।