ঢাকা ছেড়েছেন আবাহনীর কোচ

প্রকাশ | ১৩ মে ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে যাওয়ার পর থেকে হোটেলেই ছিলেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লামোস। এর ভেতর বিদেশি খেলোয়াড়, কোচসহ অনেকেই দেশ ছাড়লেও সুযোগটা মিলছিল না তার। প্রায় দুই মাস হোটেলের একমাত্র অতিথি হিসেবে কাটিয়ে দিয়ে অবশেষে পরিবারের কাছে যাওয়ার সুযোগ মিলেছে লামোসের। পর্তুগিজ কোচ অবশ্য পর্তুগালে ফেরেননি, গেছেন শ্বশুরবাড়ি দক্ষিণ কোরিয়ায়। কোচ-খেলোয়াড়সহ ৬ জন বিদেশি ছিলেন আবাহনীতে। এরমধ্যে দুজন নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। চলে যাওয়া একজন পর্তুগিজ কোচ মারিও লামোস, আরেকজন মিশরীয় ডিফেন্ডার আলাইদন নসর এলমাগরাবি। সোমবার রাতে কোচ চলে গেছেন দক্ষিণ কোরিয়া। তার আগে ৫ মে ভারত হয়ে নিজ দেশে ফিরে গেছেন মিশরীয় ডিফেন্ডার। আবাহনী ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু জানিয়েছেন, 'কোচ মারিও লেমস বিয়ে করেছেন দক্ষিণ কোরিয়ায়। দেশটির নাগরিকদের ফিরিয়ে নিতে ঢাকা এসেছিল চার্টার্ড বিমান। স্ত্রীর আবেদনে ওই বিমানে চড়ার সুযোগ হয় পর্তুগিজ কোচের। আর মিশরীয় ডিফেন্ডার বাংলাদেশ বিমানে দিলিস্ন গিয়েছিলেন। সেখান থেকে মিশর সরকারের পাঠানো চার্টার্ড বিমানে অন্য নাগরিকদের সঙ্গে দেশে ফিরেছেন আলাইদন নসর এলমাগরাবি। এর আগে এভাবে বিশেষ বিমানে নিজেদের গন্তব্যে চলে গেছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ক্রোয়েশিয়ান কোচ মামিচ, মোহামেডানের ইংলিশ কোচ শন লেন, ব্রাদার্স ইউনিয়নের ইরানি বংশোদ্ভূত জার্মান কোচ রেজা পার্কাস, বাংলাদেশ পুলিশের সাইপ্রাসের কোচ নিকোলাসসহ বিভিন্ন ক্লাবের বেশ কয়েকজন ফুটবলার।