মাশরাফিদের স্বাক্ষরিত ব্যাট ৩ লাখ টাকায় বিক্রি

প্রকাশ | ১৩ মে ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে এগিয়ে এসেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। অসহায় মানুষের পাশে দাঁড়াতে একের পর স্মারক নিলামে তুলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। করোনাভাইরাসে সৃষ্ট সংকট মোকাবিলায় অবদান রাখছে ক্রীড়া সামগ্রী। নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছে সেসব, এতে আকর্ষিত হচ্ছেন অনেকেই। খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট স্মারক সংগ্রাহকরাও এগিয়ে আসছেন। নিজেদের পছন্দের সামগ্রী তারা নিলামে তুলছেন। এবার বাংলাদেশ জাতীয় দলের ১৮ জন ক্রিকেটারের স্বাক্ষর সংবলিত একটি ব্যাটের নিলাম হয়েছে সোমবার রাতে। বেশ চড়া দামেই বিক্রি হয়েছে ব্যাটটি। লাইভের মাধ্যমে 'অকশন ফর অ্যাকশন' পস্ন্যাটফর্ম থেকেই নিলামটি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ক্রিকেটারদের স্বাক্ষর সংবলিত এই ব্যাটের ভিত্তিমূল্য রাখা হয়েছিল ৯৯ হাজার ৯৯৯ টাকা। শেষপর্যন্ত ৩ লাখ টাকায় এটি কিনে নিয়েছে কার্নিভাল ইন্টারনেট নামের একটি কোম্পানি। ওই বিশেষ ব্যাটটিতে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউলস্নাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, ইমরুল কায়েস, সাব্বির রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, শুভাগত হোমসহ ১৮ জন ক্রিকেটারের অটোগ্রাফ রয়েছে। ৯৯ হাজার ৯৯৯ টাকা ভিত্তিমূল্যের মাশরাফি-সাকিবদের স্বাক্ষরিত এই ব্যাটটি সর্বোচ্চ ৩ লাখ টাকা দাম হেঁকে কিনেছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কার্নিভাল ইন্টারনেট। এর আগে কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার একটি জার্সিও কিনেছিল প্রতিষ্ঠানটি। বিক্রির পুরো অর্থই সরাসরি তুলে দেওয়া হচ্ছে 'দ্য সাকিব আল হাসান' ফাউন্ডেশনে।