সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৩ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মেয়েদের বিশ্বকাপ বাছাই স্থগিত ক্রীড়া ডেস্ক করোনাভাইরাসের মহামারির কারণে জুলাই মাসে হতে যাওয়া মেয়েদের ২০২১ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত করেছে আইসিসি। স্থগিত থাকছে ২০২২ সালের যুব বিশ্বকাপ বাছাইয়ের ডিভিশন-২ এর খেলাও। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আয়োজক দেশ, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি অনুকূলে আসলে টুর্নামেন্টগুলোর সময়সূচি অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনাসাপেক্ষে ঠিক করা হবে। আগামী ৩ থেকে ১৯ জুলাই শ্রীলংকায় হওয়ার কথা ছিল মেয়েদের বিশ্বকাপ বাছাই। যাতে অংশ নেয়ার কথা ছিল বাংলাদেশসহ ১০ দলের। আর ২৪ থেকে ৩০ জুলাই যুব বিশ্বকাপের ডিভিশন-২ এর বাছাইয়ের সূচি ছিল ডেনমার্কে। ক্রিকেট খেলুড়ে অনেকগুলো দেশে করোনার প্রকোপ কমার বদলে বাড়তে থাকায় বাতিল হচ্ছে একের পর এক আন্তর্জাতিক সিরিজ। অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি২০ বিশ্বকাপ নিয়েও আছে ঘোর অনিশ্চয়তা। আরও ৫ কোটি টাকা দিলেন মেসি ক্রীড়া ডেস্ক বিশ্বের অন্যান্য দেশের মতো আর্জেন্টিনাতেও করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে। এরই মধ্যে দেশটির তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে চুপচাপ বসে থাকতে পারেননি লিওনেল মেসি। হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য আরও ৫ কোটি টাকা দিয়েছেন তিনি। কিছুদিন আগে করোনা মোকাবিলায় ৯ কোটি টাকা সাহায্য করেছিলেন এই আর্জেন্টাইন তারকা। নিজের দাতব্য সংস্থা 'লিওনেল মেসি ফাউন্ডেশন' থেকে 'টুগেদার ফর দ্য হেলথ অব আর্জেন্টিনা (আর্জেন্টিনা স্বাস্থ্য সুরক্ষায় সবাই একতাবদ্ধ)'-এর তহবিলে এই বড় অঙ্কের টাকা দান করেছেন মেসি। দেশটির গারাহান ফাউন্ডেশন নামের এক সংস্থা তহবিলটির তদারকি করছে। আপাতত আর্জেন্টিনার ছয়টি হাসপাতালে মেসির টাকা দিয়ে করোনা রোগীদের সেবা দেওয়া হবে। মেসির টাকায় হাসপাতালগুলোতে অক্সিজেন ট্যাংক, কম্পিউটার মনিটর, শ্বাসযন্ত্র, পিপিই কিট, মাস্ক ইত্যাদি কেনা হবে বলে জানা গেছে। আবার বিতর্কে জড়ালেন হিগুয়েন ক্রীড়া ডেস্ক করোনার কারণে ক্রিশ্চিয়ানো রোনালদোসহ জুভেন্টাসের বেশির ভাগ বিদেশি খেলোয়াড় নিজ নিজ দেশে চলে গিয়েছিলেন। তবে জুভেন্টাসের আজেন্টাইন তারকা ফুটবলার গঞ্জালো হিগুয়েন এখনো ইতালিতে আসেননি। তাছাড়া জুভেন্টাসের আরেক ফরাসি তারকা আদ্রিয়েনর্ যাবিওটও ফ্রান্স থেকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে ইতালিতে ফেরেননি। দলের ডাকে এখনো এই দুজনের ইতালিতে না ফেরাটা সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে আদ্রিয়েনের ব্যাপারাটি। হিগুয়েন অবশ্য ইতালিতেই ছিলেন। কিন্তু তার মা বেশি অসুস্থ হলে বিশেষ বিমানে করে আর্জেন্টিনায় ফেরেন। ফলে হয়তো অসুস্থ মায়ের পাশে থাকার কারণেই এখনো সেখানেই রয়েছেন তিনি। এদিকে করোনা শুরু হলে ক্রিশ্চিয়ানো রোনালদো, সামি খাদিরা, মিরালাম পিয়ানিজ, অ্যালেক্স সান্দ্রো, ডগলাস কস্তা, ডি লিট নিজ নিজ দেশে চলে গিয়েছিলেন। কিন্তু এখন তারা সবাই আবার দলের অনুশীলনে যোগ দিতে ইতালিতে ফেরত এসেছেন। ক্লুজনারদের বেতন কাটা পড়ছে ক্রীড়া ডেস্ক করোনাভাইরাস পরিস্থিতিতে কোচিং স্টাফের সবার বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। মে মাসে তাদের বেতন ২৫ শতাংশ কম দেওয়া হবে। জুনে আফগানিস্তানের জিম্বাবুয়ে সফর বাতিল হলে সে মাসের বেতন কাটা হতে পারে ৫০ শতাংশ। চুক্তিতে থাকা ক্রিকেটারদের চলতি বছরের প্রথম তিন মাসের বকেয়া বেতন অবশ্য দিয়ে দিয়েছে এসিবি। বোর্ডের আর্থিক অবস্থা আরও খারাপ হলে নিকট ভবিষ্যতে তাদের বেতন কাটার বিষয়টি পর্যালোচনা করা হতে পারে।