সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৪ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ওয়ানডের নেতৃত্বেও বাবর আজম ক্রীড়া ডেস্ক করোনাভাইরাস পরিস্থিতি শেষে ক্রিকেট আবার মাঠে গড়াবে কবে- সেই নিশ্চয়তা নেই। তবে এই নিষ্ক্রিয় সময়েই ভবিষ্যৎ পথচলার ছবি আঁকছে পাকিস্তান। ওয়ানডে দলের নতুন অধিনায়কের দায়িত্ব দিয়েছে তারা বাবর আজমকে। গত বছর থেকে পাকিস্তানের টি২০ দলকে নেতৃত্ব দিচ্ছেন বাবর। সীমিত ওভারের ক্রিকেটে এখন তাই দুই সংস্করণেরই নেতা ২৫ বছর বয়সী এই স্টাইলিশ ব্যাটসম্যান। ওয়ানডেতে বাবরের দায়িত্ব পাওয়াটা অবশ্য খুব বড় চমক নয়। গত বছর পাকিস্তানের টেস্ট ও টি২০ দলের অধিনায়কত্ব থেকে সরফরাজ আহমেদকে সরিয়ে টেস্টের দায়িত্ব দেওয়া হয় আজহার আলিকে, টি২০তে বাবরকে। গত অক্টোবরের পর আর ওয়ানডে খেলেনি পাকিস্তান, তাই এই সংস্করণের নেতৃত্ব বদলানো নিয়ে তাড়াহুড়ো করেনি বোর্ড। তবে এখানেও পরিবর্তন অনুমিতই ছিল। বাবরকে নতুন দায়িত্ব দেওয়ার পাশাপাশি টেস্ট অধিনায়ক আজহারের দায়িত্বের মেয়াদও বাড়ানো হয়েছে। প্রধান নির্বাচক ও প্রধান কোচ মিসবাহ-উল-হকের আশা, দুই অধিনায়কই এখন লম্বা সময়ের জন্য দল গোছানোর পরিকল্পনা করতে পারবেন, 'আজহার আলি ও বাবর আজমকে অভিনন্দন জানাচ্ছি।' শাস্তি পেতে পারেন গেইল ক্রীড়া ডেস্ক জ্যামাইকা তালাওয়াস ফ্র্যাঞ্চাইজি ও রামনরেশ সারওয়ানকে নিয়ে ক্রিস গেইলের মন্তব্যের পর পেরিয়ে গেছে দুই সপ্তাহের বেশি। তবে প্রসঙ্গটি চাপা পড়ে যায়নি এখনই। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট রিকি স্কেরিটের যা ইঙ্গিত, তাতে বিস্ফোরক মন্তব্যের জন্য শাস্তি পেতে পারেন এই বিস্ফোরক ব্যাটসম্যান। গত মাসের শেষদিকে ইউটিউব ভিডিওতে জ্যামাইকা দল ও সারওয়ানকে আগ্রাসী ভাষায় আক্রমণ করেছিলেন গেইল। তিন বছরের চুক্তি থাকলেও এক বছর পরই জ্যামাইকা ছেড়ে দেয় গেইলকে। তিনি নাম লেখান সেন্ট লুসিয়া জুকসে। টি২০ সফলতম ব্যাটসম্যান এরপর পেছন থেকে কলকাঠি নাড়ার অভিযোগে তার সাবেক সতীর্থ ও জ্যামাইকার সহকারী কোচ সারওয়ানকে বলেছিলেন 'সাপ এবং করোনাভাইরাসের চেয়েও খারাপ।' জ্যামাইকা দলের মালিকদেরও কাঠগড়ায় তুলেছিলেন তিনি। সারওয়ান তার বিরুদ্ধে গেইলের অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। এরপর এটি নিয়ে আর কিছু হয়নি। তবে ত্রিনিদাদের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে স্কেরিট বললেন, বোর্ড গেইলের প্রকাশ্য মন্তব্যকে ভালোভাবে নেয়নি, 'ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য এসব মোটেও ভালো কিছু নয়। এসব খবর পড়তে অবশ্যই আমার খুব ভালো লাগেনি। কোনো ক্রিকেটার যদি কোনো ক্লাব, ফ্র্যাঞ্চাইজি বা বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকে, অবশ্যই তাকে কিছু শর্ত মেনে চলতে হয়। ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ তারা করতে পারে না। আমি তাই বলতে পারি, এই ব্যাপারটি এখনই শেষ হয়ে যায়নি। আমি নিশ্চিত, ক্রিস (গেইল) ও সিপিএল কর্তৃপক্ষের মধ্যে এটি নিয়ে আলোচনা চলছে, কারণ সে তো একটি ফ্র্যাঞ্চাইজি দলে চুক্তিবদ্ধ।' জার্মান কাপের সূচিও চূড়ান্ত ক্রীড়া ডেস্ক করোনাভাইরাসের কারণে বন্ধ ইউরোপের শীর্ষ সব লিগ। আবার খেলা শুরু করা সম্ভব কি না- গত এক মাস ধরে এই ছিল আলোচনা। অনেক সংশয়-উৎকণ্ঠা শেষে সবার আগে লিগ শুরুর ঘোষণা দিয়েছে জার্মানি। বুন্দেসলিগা শুরুর তারিখও চূড়ান্ত হয়ে গেছে। এরই মধ্যে জার্মানি থেকে এলো আরেকটি সুসংবাদ। এবার জার্মান কাপের ফাইনালের সূচিও চূড়ান্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। ৪ জুলাই হবে জার্মান কাপের ফাইনাল। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে দর্শকহীন মাঠে লড়াই হবে শিরোপার। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। আগের সূচি অনুযায়ী ২৩ মে বার্লিনে ফাইনাল হওয়ার কথা থাকলেও করোনার থাবায় স্থগিত করা হয় প্রতিযোগিতাটি। সেমিফাইনালে এসে আটকে যায় জার্মান কাপ। তবে নতুন সূচিতে দুই সেমিফাইনালের সঙ্গে ফাইনালের সময় নিশ্চিত করেছে ডিএফবি। ৪ জুলাইয়ের ফাইনালের আগে ৯ ও ১০ জুন হবে সেমিফাইনালের ম্যাচ দুটি। প্রথমটিতে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ আতিথ্য দেবে এইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টকে। অন্যটিতে বেয়ার লেভারকুসেন মুখোমুখি হবে চতুর্থ স্তরের দল সারব্রম্নকেনের। অবশ্য ডিএফবির সভাপতি ফ্রিৎস কেলার জানিয়েছেন, তাদের নতুন সূচি নির্ভর করছে অ্যাঙ্গেলা মের্কেলের সরকারের অনুমোদনের ওপর। ১৬ মে (শনিবার) শুরু হচ্ছে বুন্দেসলিগা।