ক্লপের চোখে মেসি-রোনালদো দ্বৈরথ

প্রকাশ | ১৫ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা?-কঠিন প্রশ্নের জবাবে একজনকে তো বেছে নিতেই হবে। তাই যেন অনেকটা বাধ্য হয়েই বার্সেলোনা তারকাকে বেছে নিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লাপ। তবে একই সঙ্গে জানিয়ে দিলেন, তার চোখে রোনালদো 'পারফেক্ট ফুটবলার'। বছরের পর বছর ধরে এই দুজন রেকর্ডের পর রেকর্ড গড়ে, রেকর্ডের পর রেকর্ড ভেঙে নিজেদের এমন জায়গায় নিয়ে গেছেন যে বাকি ফুটবলাররা সেখানে পৌঁছানোর স্বপ্নই কেবল দেখেন। ২০১৯ পর্যন্ত বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ও পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো সমান পাঁচটি করে ব্যালন ডি'অর জিতে দাঁড়িয়ে ছিলেন একই সমান্তরালে। ২০১৯ সালে ষষ্ঠ ব্যালন ডি'অর জিতে এগিয়ে গেছেন মেসি। ব্যালন ডি'অরে সংখ্যাই কি আপনার শ্রেষ্ঠত্ব নির্বাচনের মাপকাঠি? না, ফুটবল বিশ্বের কাছে এই সংখ্যাটাও বিতর্কটাকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নয়। স্প্যানিশ লিগে এক দশকের প্রতিদ্বন্দ্বিতার ইতি টেনে রোনালদো রিয়াল মাদ্রিদ থেকে চলে গেছেন ইতালির জুভেন্টাসে। তারপরও যেন শেষহীন তাদের প্রতিদ্বন্দ্বিতা। বার্সেলোনার মেসির সঙ্গে এখন চলছে জুভেন্টাসের রোনালদোর ছায়াযুদ্ধ। আর যে মঞ্চে গত বছর মেসি তার ষষ্ঠ ব্যালন ডি'অর পুরস্কার জিতেছেন, একই মঞ্চে ইয়ুর্গেন ক্লপের মাথায় উঠেছে সেরা কোচের মুকুট। এতদিন অবশ্য লিভারপুলের জার্মান কোচ মেসি- রোনালদো বিতর্কে নিজের নামটা জড়াননি। সতর্ক একটা দূরত্ব রক্ষা করে দাঁড়িয়েছিলেন নিরপেক্ষ জায়গায়। কিন্তু ফ্রিকিকার্সের ইউটিউব চ্যানেলে ক্লপ সম্প্রতি বলেছেন, রোনালদো অসাধারণ, নিখুঁত একজন ফুটবলার। কিন্তু মেসিকেই বেছে নিচ্ছেন তিনি। আগে বরুসিয়া ডর্টমুন্ডের কোচ হিসেবে আর এখন লিভারপুলের দায়িত্বে থেকে মেসি ও রোনালদো দুজনেরই মুখোমুখি হয়েছেন। এই অভিজ্ঞতাই তাকে (মেসিকে) এগিয়ে রাখার পক্ষে রায় তার। 'আমি বলব মেসি। তবে রোনালদোর প্রশংসা আমি এতবার করেছি যে আর বোধ হয় সেটির দরকার নেই। আমার ব্যাখ্যাটা হলো, আমরা দুজনের বিপক্ষেই খেলেছি, দুজনকেই আটকানো প্রায় অসম্ভব। কিন্তু জন্মগতভাবে শারীরিক যোগ্যতা মেসির কম।'-বলেছেন ক্লপ।