করোনার মাঝেই অনুশীলনে বায়ার্ন

প্রকাশ | ১৫ মে ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ মে থেকে শুরু হবে বুন্দেসলিগা। এজন্য করোনার প্রকোপের মাঝেই অনুশীলন শুরু করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ছোট ছোট ভাগে স্বাস্থ্য বিধি মেনেই অনুশীলন সেরেছে তারা। করোনার প্রকোপের মাঝে চূড়ান্ত হয়েছে জার্মান কাপের সেমিফাইনাল ও ফাইনালের সূচি। যেখানে প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ আতিথ্য দেবে এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট। এ মৌসুমের বাকি অংশে মাঠে নামতেই বুধবার থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে অনুশীলন শুরু করেছে বায়ার্ন মিউনিখ। মাঠে কোচ হ্যান্স ডিয়েচার ফ্লিক্সের অধীনে দীর্ঘ দুই মাস পর নিজেদের ঝালাই করতে নেমেছিলেন লেভানডিভস্কি-কুতিনহোরা। বর্তমান বিরূপ পরিবেশের মধ্যেও অনেক দেশের ফুটবলাররা জার্মানিতে ফিরেছেন। তবে তাদের বাধ্যতামূলক ৭ দিনের কোয়ারেন্টিন করতে হয়েছে। তবে খেলা শুরু হলেও মাঠে কোনো দর্শক থাকতে পারবে না বলে জানিয়েছে জার্মান লিগ কর্তৃপক্ষ। আর তাদের রাখাও হচ্ছে মাঠের কাছাকাছি কোনো হোটেলে। স্বাস্থ্যবিধি মেনেই বাভারিয়ানরা অনুশীলন সেরেছে। সবারই প্রত্যাশা ৩০ জুনের মধ্যে লিগ সম্পূর্ণ করতে পারবে ক্লাবগুলো। এদিকে, বুন্দেসলিগার মতো জার্মান কাপের ফাইনালের সূচিও চূড়ান্ত করে ফেলেছে দেশটির ফুটবল ফেডারেশন। ৪ জুলাই হবে জার্মান কাপের ফাইনাল। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে দর্শকহীন মাঠে লড়াই হবে শিরোপার। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন- ডিএফবি। এর আগে ২৩ মে বার্লিনে ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু করোনার স্থগিত করা হয় প্রতিযোগিতাটি। তবে নতুন সূচিতে দুই সেমিফাইনালে সূচি ৯ ও ১০ জুন নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।