বলে চুমুর ওপরেও নিষেধাজ্ঞা!

প্রকাশ | ১৬ মে ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
লাতিন আমেরিকায় স্থগিত থাকা ফুটবল মৌসুম মাঠে ফিরলে দেখা যাবে বেশ কিছু নতুন নিয়ম। করোনাভাইরাসে বদলে যাওয়া পৃথিবীতে মাঠে খেলোয়াড়দের থুতু ফেলা ও বলে চুমু দেওয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা কনমেবল বুধবার এক বিবৃতিতে জানায়, কোপা লিবের্তাদোরেস ও কোপা সুদামেরিকানার ক্লাবগুলোকে ইতোমধ্যে এসব নিয়ম জানিয়ে দেওয়া হয়েছে। তবে গত মার্চ থেকে বন্ধ হয়ে থাকা মহাদেশটির শীর্ষ এই দুই ফুটবল প্রতিযোগিতা পুনরায় শুরুর সিদ্ধান্ত এখনো হয়নি। মাঠে ফুটবল চলছে। দেখা গেলো চিরাচরিত অনেক দৃশ্যই অনুপস্থিত। বলে চুমু দিচ্ছে না কেউ, খেলা শেষে জার্সিও বদল হচ্ছে না! কাল্পনিক নয়, করোনাভাইরাসের কারণে এমন দৃশ্যই দেখা যাবে আগামীতে। মাঠে ফুটবলারদের নাক ঝাড়া ও ম্যাচ শেষে জার্সি বদলেও এসেছে নিষেধাজ্ঞা। সবাইকে ব্যবহার করতে হবে আলাদা পানির বোতল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ও বেঞ্চে খেলোয়াড়দের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এরই মধ্যে কিছু নিয়মে শিথিলতা এনেছে ফিফা। বাড়িয়েছে বদলি খেলোয়াড়ের সংখ্যা। আবার কিছু চিরাচরিত অভ্যাসেও রাশ টেনে ধরা প্রয়োজন, করোনাকাল বলে কথা। তাই ভাইরাসের সংক্রমণ রোধেই কনমেবল বেশ কিছু বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে। ইউরোপের ক্লাব ফুটবলের সেরা প্রতিযোগিতা যেমন চ্যাম্পিয়নস লিগ, দক্ষিণ আমেরিকায় কোপা লিবার্তাদোরেস। এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত মার্চে। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে পেছানো হয় এই টুর্নামেন্ট। নতুন দিনক্ষণ অবশ্য প্রকাশ করার কথা।