মুশফিকের ইতিহাসগড়া ব্যাট কিনলেন আফ্রিদি

প্রকাশ | ১৭ মে ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
শহীদ আফ্রিদির সঙ্গে হাস্যোজ্জ্ব্বল বাংলাদেশ দলের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম -ফাইল ফটো
কিছুটা চমকে যাওয়ার মতো ঘটনাই বটে। যে ব্যাটটি দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ডবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম, সেই ঐতিহাসিক স্মারকটি কিনে নিয়েছেন শহিদ আফ্রিদি। ব্যাটটির জন্য নিজের ফাউন্ডেশনের মাধ্যমে তিনি খরচ করছেন ২০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা)। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ থেকে লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক। এ সময় তিনি ধন্যবাদ দিয়েছেন জাতীয় দলের সতীর্থ তামিম ইকবালকে। কারণ, ব্যাটটি বিক্রির জন্য নিলাম আয়োজন করা হলেও শেষ পর্যন্ত পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আফ্রিদির ফাউন্ডেশন তা কিনে নিয়েছে এবং পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতা ও সহায়তা করেছেন বাঁহাতি ওপেনার তামিম। গেল শনিবার রাত ১০টা থেকে অনলাইনে শুরু হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকের ইতিহাস গড়া ব্যাটের নিলাম। বিক্রির অর্থ দিয়ে করোনাভাইরাসের কারণে তৈরি হওয়া অচলাবস্থায় সংকটে পড়া অসহায় মানুষদের সাহায্য করা হবে। ব্যাটের ভিত্তিমূল্য রাখা হয়েছিল ৬ লাখ টাকা। নিবকো স্পোর্টস ম্যানেজমেন্টের আয়োজনে ই-কমার্স সাইট পিকাবু ডটকম এটি পরিচালনা করে। নিলাম প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে থাকা পিকাবু ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার জানিয়েছেন, 'আমরা শহিদ আফ্রিদি ফাউন্ডেশনের লেটারহেডে আনুষ্ঠানিকভাবে একটা ই-মেইল পেয়েছি। এই ফাউন্ডেশন মুশফিকের ডাবল সেঞ্চুরির কৃতিত্বের স্মৃতি স্মারকের ব্যাট ২০ হাজার ডলারে কিনে নেওয়াটা নিশ্চিত করেছে।' মুশফিকের এই ব্যাটের নিলাম প্রক্রিয়া কিছুদিন আগে সমস্যায় পড়ে। গেল সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে নিলাম কার্যক্রম স্থগিত রাখা হয়। কারণ, নকল নাম-পরিচয় ব্যবহার করে হাঁকানো হচ্ছিল ভুয়া দর। জালিয়াত কিছু চক্র অংশ নিয়ে কারসাজি করে এই ব্যাটের মূল্য অস্বাভাবিক বাড়িয়ে দেয়। পরে কিছু সুরক্ষা ব্যবস্থার প্রচলন করে ফের নিলাম প্রক্রিয়া শুরু করা হয়। এমন পরিস্থিতিতে ব্যাট কিনতে আগ্রহ প্রকাশ করেন আফ্রিদি। সঠিক ক্রেতা পাওয়ায় নিলাম প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পিকাবু এবং মুশফিকের ম্যানেজমেন্ট কোম্পানি নিবকো স্বস্তি প্রকাশ করেছে। ব্যাট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে করোনা দুর্গত মানুষদের জন্য। মুশফিক জানান, দেশের হয়ে প্রথম ডবল সেঞ্চুরির ব্যাটটি সেই ২০১৩ সালের শ্রীলংকা সফরের পর থেকেই তুলে রেখেছিলাম যত্ন করে। মুশফিক জানান, 'আফ্রিদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি তাকে নিলামের লিংকটি দিই। গেল ১৩ মে প্রস্তাবপত্র পাঠান তিনি। ২০ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা) কিনে নেওয়ার প্রস্তাব দেন। পরে এ দামেই তিনি কিনে নিয়েছেন ব্যাটটি। এ ক্ষেত্রে তামিম ইকবালকেও ধন্যবাদ দিতে হবে। সে আমাকে অনেক সহায়তা করেছে।' মুশফিকুর রহিমের জয়গান গেয়ে ভিডিও বার্তা পাঠিয়েছেন শহিদ আফ্রিদি। বাংলাদেশের ক্রিকেট সুপারস্টারের প্রশংসা ঝরে পড়ল পাকিস্তানের সাবেক এ ক্যাপ্টেনের কণ্ঠে। মুশফিককে অভিহিত করলেন বাস্তব জীবনের সত্যিকারের নায়ক হিসেবে। এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, 'আসসালামু আলাইকুম মুশফিক, আপনি দেশের মানুষের জন্য যা করছেন তা সত্যিই প্রশংসনীয়। সত্যিকারের নায়করাই এ কাজ করতে পারে। আমরা সবাই মিলে খারাপ একটা সময় পার করছি। এ সময় আমাদের একে অন্যকে সাহায্য করা জরুরি, যাতে করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি।' বাংলাদেশ সফরে এসে অগণিত ভক্ত-সমর্থকদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন বারবার। সেই সুখস্মৃতি ফের স্মরণ করলেন আফ্রিদি, 'অতীতে বাংলাদেশে আমি যে পরিমাণ ভালোবাসা ও সম্মান পেয়েছি তা আমি সারা জীবন মনে রাখব।'