করোনাভাইরাসেও লাভ দেখছেন মেসি

'হতেও পারে, এই বিরতির সময়টা শেষ পর্যন্ত আমাদের (বার্সেলোনা) জন্য লাভজনকই দাঁড়াল। তবে আমাদের দেখতে হবে টুর্নামেন্টটা (লা লিগা) শুরু করতে পারছি কি না। এরপর হয়তো আমরা আসল সত্যটা জানতে পারব।'

প্রকাশ | ১৭ মে ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
করোনাভাইরাসের কারণে ১২ মার্চের পর থেকে আর কোনো ম্যাচ হয়নি স্পেনের ঘরোয়া ফুটবলে। সব ক্লাবের খেলোয়াড়রা বন্দি ছিলেন হোম কোয়ারেন্টিনে। পরিস্থিতি স্বাভাবিকতার দিকে আসছে বিধায় প্রায় দুই মাস বিরতির পর অনুশীলনে ফিরেছেন খেলোয়াড়রা। গত শনিবার থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুশীলন করছে স্পেনের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। পুরোপুরি ভিন্ন ধারার এ অনুশীলনে নিজেদের মধ্যেও দেখাসাক্ষাৎ হচ্ছে না লিওনেল মেসি, জেরার্ড পিকেদের। সবাই যে যার মতো অনুশীলন করে ফিরে যাচ্ছেন বাড়িতে। করোনার কারণে সবাই যখন অনেক ক্ষতির আশঙ্কায়, তখন মেসি বলছেন ভিন্ন কথা। তার মতে, করোনায় আসা এ দুই মাসের বিরতির সময়টা বার্সার জন্য মঙ্গলজনকও হতে পারে। তবে ঠিক কী কারণে এমনটা মনে করছেন তিনি, তা খোলাসা করেননি। শুক্রবারের অনুশীলন শেষে স্পেনের খেলাধুলাভিত্তিক দৈনিক স্পোর্টকে মেসি বলেছেন, 'হতেও পারে, এই বিরতির সময়টা শেষ পর্যন্ত আমাদের (বার্সেলোনা) জন্য লাভজনকই দাঁড়াল। তবে আমাদের দেখতে হবে টুর্নামেন্টটা (লা লিগা) শুরু করতে পারছি কি না। এরপর হয়তো আমরা আসল সত্যটা জানতে পারব।' আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি খোলাসা না করলেও, ধারণা করা হচ্ছে দলের অন্যতম তারকা খেলোয়াড় লুইস সুয়ারেজ ইনজুরি থেকে ফিরতে বেশি সময় পাওয়ার কারণেই এমন মন্তব্য করেছেন তিনি। যদিও এবারের অনুশীলনের শুরুতেই ইনজুরিতে পড়েছেন ফ্রেঞ্চ ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। এদিকে স্পোর্টকে করোনাভাইরাস লাভজনক হওয়ার বিষয়ে মন্তব্য করা মেসি আবার মুন্ডো ডিপোর্টিভোতে বলেছেন, মানুষ যেন করোনাভাইরাস নিয়ে খুব বেশি না ভাবে। এমনটা করলে অন্যান্য কাজ আর কখনোই স্বাভাবিক হবে না বলে মনে করেন মেসি। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড আরও যোগ করে বলেছেন, 'করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তো সবখানেই রয়েছে। আপনি যখন ঘর থেকে বের হচ্ছেন, তখনই সেখানে ঝুঁকি দেখা যায়। তাই আমার মতে, করোনার ব্যাপারে বেশি ভাবা উচিত নয়। কারণ যদি সব ভাবনা করোনার দিকে থাকে, তাহলে আপনি কোথাও যেতে পারবেন না।' বার্সেলোনা অধিনায়ক আরও যোগ করেন, 'তবে হঁ্যা, আমাদের এটা বুঝতে হবে যে, যাই করি না কেন, নির্দেশনা মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমিয়ে দেওয়া যায়। অনুশীলনে ফেরাটা ছিল আমাদের জন্য প্রথম ধাপ। তবে এতে বেশি নির্ভার হয়ে গেলে চলবে না। আমাদের সব ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। মনে রাখতে হবে আমাদের এখনো অনেক খেলা বাকি আছে। আর মহামারি করোনাকে কঠোরভাবে আমাদের মোকাবিলা করতে হবে।'