'এখনো রোনালদোর শেষের সময় আসেনি'

আমার মনে হয় তার মানসিকতা তাকে বড় করে তুলেছে। তার বয়স ৩৫ হয়ে গেছে এবং সে সর্বোচ্চ পর্যায়ে ১৫ বছর ধরে খেলছে। কিন্তু সে কখনই ক্লান্ত নয়। সে সবসময় আরও বেশি ভালো খেলা উপহার দিতে চান -বার্নার্ডো সিলভা

প্রকাশ | ১৭ মে ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো
গত ১৫ বছর ধরে মাঠের ফুটবলে সমানতালে খেলে যাচ্ছেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। এরই মধ্যে পর্তুগিজ এ তারকা ফরোয়ার্ড ৩৬ বছর বয়সে পা রেখেছেন। তবে এখনো তার শেষের সময় আসেনি বলে মত পর্তুগাল জাতীয় দলের সতীর্থ বার্নার্ডো সিলভার। পর্তুগালের হয়ে গত বছর ন্যাশন্স লিগ জয়ের অন্যতম কারিগর ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও বার্নার্ডো সিলভা। ক্যারিয়ারে ৫ বার ব্যালন ডি'অর ও ৫ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন সিআর সেভেন। তবে এখানেই থামতে চান না পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড। তিনি আরও অনেক দূর যেতে চান। এমনকি অনুশীলনের সময়ও রোনালদো যা করে দেখান তাতেও এক ধরনের 'একঘেয়েমি' চলে এসেছে। ম্যানচেস্টার সিটির তারকা সিলভা বলেন, 'আমার মনে হয় তার মানসিকতা তাকে বড় করে তুলেছে। তার বয়স ৩৫ হয়ে গেছে এবং সে সর্বোচ্চ পর্যায়ে ১৫ বছর ধরে খেলছে। কিন্তু সে কখনই ক্লান্ত নয়। সে সবসময় আরও বেশি ভালো খেলা উপহার দিতে চান।' সিলভা আরও বলেন, 'সে (রোনালদো) আরও বেশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান, একই সঙ্গে পর্তুগালের হয়ে আরও ট্রফি তার চাই, সে আরও লিগ শিরোপা জিততে চায়, আরও ব্যক্তিগত শিরোপা এবং আরও বেশি গোল করতেও চান সে। তার বিষয়ে অনেকটা বিরক্তির সৃষ্টি করে যেটি- অনুশীলনের সময় যদি একটি ম্যাচ খেলা হয় যেখানে ১-১ এ সমতা বিরাজ করছে। ম্যানেজার বললেন যারাই আগে গোল করবে তারাই জিতবে। সে-ই সবসময় রোনালদো অবশ্যই গোল করেন দলের জয় নিশ্চিত করেন।' পর্তুগিজ যুবরাজ রোনালদোর সঙ্গে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বার্নার্ডো সিলভা আরও বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলগুলো সবসময় রোনালদোই করেন। আমি মনে করি এটাই তাকে স্পেশাল বানিয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে সে ঠিক জায়গায় হাজির হয়ে যান এবং দলের জয়ে গোল করে দারুণ অবদান রাখেন।'