তামিমকে দুইবার আউট করেন তাইজুল

প্রকাশ | ১৮ মে ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের হয়ে খেলার সময় তো এক দলেই খেলেন। কিন্তু ঘরোয়া ক্রিকেট আর অনুশীলন নেটে তাইজুল ইসলামকে প্রতিপক্ষ হিসেবে পান তামিম ইকবাল, সৌম্য সরকাররা। নেটে সবার হাতেই বেদম মার খেলেও ম্যাচে তামিমকে দুই দেখায় দুবারই আউট করেছিলেন তাইজুল। কিন্তু সৌম্যের বেলায় আছে তার তিক্ত স্মৃতি। আউট করা তো দূরে থাক, সৌম্যের হাতে ছয় খাওয়া থেকে বাঁচতেই না কি কুল মেলে না তার। শনিবার তামিমের সরাসরি অনলাইন আড্ডার এক পর্যায়ে সারপ্রাইজ অতিথি হিসেবে যোগ দেন তাইজুল। আড্ডা রূপ নেয় ভিন্ন মেজাজে। নেটে সবার হাতে অহরহ মার খাওয়ার প্রসঙ্গ টেনে তামিম জিজ্ঞেস করেন, 'তাইজুল তোরে নিয়ে মজার কাহিনী হলো, নেটে মনে হয় তোরে আমরা সবচেয়ে বেশি পিটাই। নেটে তোর চেয়ে বেশি ছয় পৃথিবীতে কেউ খায়নি। আমি তো নেটেই মারতে পারি তোরে, ম্যাচে কোনোদিন মারতে পারিনি। দুবারই এসেছিলি, দুবারই আমি আউট হয়েছি। কিন্তু তোর উপরে (স্ক্রিনের উপরে) যে বসে আছে সৌম্য সরকার। তাকে তোর বল করতে সমস্যা হয়, না কি?' তাইজুলের জবাব প্রথমে তামিমের প্রতি টিপ্পনী, 'নেটে তো আমি সবার কাছেই মার খাই। এটা অস্বীকার করার কিছু নেই। ম্যাচে গেলে অনেকজনই আছে ফাটায়ে ফেলব, হম্বিতম্বি করে। কিন্তু হয়তবা হাতেই যায় (বল)।' তামিম তখন বলেন, 'নাম ধরে বল আমি আমি।' তাইজুল হেসে জবাব, 'যাইহোক বুঝতে পারছেন।' এরপরই আসে সৌম্য প্রসঙ্গ। বাঁহাতি সৌম্যকে বল করতে এলেই সবকিছু গোলমাল লেগে যাওয়ার কারণ জানান তাইজুল, 'সৌম্য বিষয়ে আসলে বলব। জাতীয় লিগ বলেন, প্রিমিয়ার লিগ বলেন পাঁচ-ছয়টা করে থাকে। মানে ছক্কা থাকে আরকি।' তামিম কারণ জানতে চাইলে প্রিমিয়ার লিগের স্মৃতি স্মরণ তাইজুলের, 'একটা মজার ঘটনা বলি। গত প্রিমিয়ার লিগে আবাহনীতে সৌম্য খেলতেছে, আমি শেখ জামালে। তখন সৌম্য অলরেডি দুটা-তিনটা ছয় মেরে দিছে। তো একটা সময় যেয়ে ও ডাউন দ্য উইকেটে আসছে, আমি টেনে দিয়েছি। ও শুয়ে মারছে। ওটাও ছয় হয়ে গেছে। আমি তখন মনে করেছি, না সৌম্য আর হইল না আমার দ্বারা। এমনি বল করে যাই। তারপর থেকে সৌম্য যখন আসে আমি শুধু বলই করি, আউট করার চিন্তা করি না।' তাইজুল যে ম্যাচের কথা বলছিলেন। সে ম্যাচে সৌম্য গড়েন রেকর্ড। শেখ জামাল ধানমন্ডির বিরুদ্ধে ১৪৯ বলে ডাবল সেঞ্চুরিতে পৌঁছেছিলেন তিনি। যা লিস্ট-এ ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের একমাত্র ডাবল সেঞ্চুরি। সেদিন ১৫৩ বলের ইনিংসে ১৪ চার আর ১৬ ছক্কায় ২০৮ রান করেন সৌম্য।