ফেরার ম্যাচে ডর্টমুন্ডের গোল উৎসব

প্রকাশ | ১৮ মে ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ভক্তদের ধড়ে যেন প্রাণ ফিরে এলো। দুই মাসের বেশি সময় স্থগিত থাকার পর চালু হলো বুন্দেসলিগা। ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে শনিবার রাতে জার্মানিতেই প্রথম মাঠে গড়াল ফুটবল। সেই সঙ্গে শঙ্কা-উদ্বেগ তো ছিলই। তবে সেগুলোকে ছাপিয়ে এক রকমের উৎসবও ছিল। লম্বা বিরতির পর বুন্দেসলিগার মাঠে ফেরার উদযাপন কী দুর্দান্তভাবেই না করল বরুসিয়া ডর্টমুন্ড। শালকেকে গোল বন্যায় ভাসিয়ে রাঙিয়ে রাখল লিগ পুনরায় শুরুর রাতটা। দুই মাস আগে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখানেই যেন শুরু করলেন আর্লিং ব্রাট হালান্ড। গোল করলেন রাফায়েল গেররেইরো ও তোরগ্যান আজার। সিগনাল-ইদুনা পার্কে শনিবার রাতে দাপুটে ফুটবলে ৪-০ ব্যবধানে জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড। আর এই জয়ে শিরোপাধারী বায়ার্ন মিউনিখের সঙ্গে ব্যবধান ১ পয়েন্ট নামিয়ে আনল সবশেষ ২০১১-১২ মৌসুমে বুন্দেসলিগাজয়ী দলটি। করোনাভাইরাস আতঙ্ক দূরে ঠেলে দুই মাস পাঁচ দিন পর মাঠে ফিরল জার্মানির শীর্ষ লিগ। একই সময়ে মাঠে গড়ায় মোট পাঁচটি ম্যাচ। মূল আকর্ষণ যদিও ছিল ডর্টমুন্ড-শালকে ম্যাচ ঘিরে। প্রথম ১৪ রাউন্ড শেষে দুই দলের মধ্যে পার্থক্য ছিল মাত্র ১ পয়েন্টে। তবে পরের ১১ ম্যাচের দুর্দান্ত পথচলায় ব্যবধান দাঁড়িয়েছিল ১৪ পয়েন্ট। এবারে পার্থক্য বেড়ে হলো ১৭।