শোয়েব-সানিয়ার পরিবারে হতাশা

প্রকাশ | ১৮ মে ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সন্তান কোলে সানিয়া মির্জা
করোনাভাইরাস হয়তো কোনো কোনো দম্পতির জন্য আশীর্বাদ হয়ে এসেছে। কাজের ব্যস্ততায় একে অপরকে সময় দিতে পারতেন না যারা, বাড়িতে থাকায় এখন খুব কাছাকাছি থাকতে পারছেন। সম্পর্কটা আরও মধুর হচ্ছে। সানিয়া মির্জা আর শোয়েব মালিক সেই সৌভাগ্যবান দম্পতিদের মধ্যে পড়ছেন না। সানিয়ার বাড়ি ভারতে, শোয়েব মালিক পাকিস্তানি। লকডাউনের কারণে দুর্ভাগ্যজনকভাবে দুই দেশে আটকা পড়েছেন দুজন। ফলে শোয়েব-সানিয়া পরিবারে তৈরি হয়েছে হতাশা। সবচেয়ে বেশি সমস্যা শোয়েব-সানিয়ার পুত্র ইজহানকে নিয়ে। পুত্রকে নিয়ে হায়দরাবাদের বাড়িতে আছেন সানিয়া। শোয়েব পাকিস্তানের শিয়ালকোটে তার মায়ের সঙ্গে। 'বাবা বাবা' করে বাতাস কাঁপিয়ে তুলছে ইজহান। করোনার লকডাউনে আটকে পড়ার আগে ভারতে ডবিস্নউটিএ টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ভারতীয় টেনিস সুপারস্টার সানিয়া মির্জা। শোয়েব গিয়েছিলেন পাকিস্তানে, পিএসএল (পাকিস্তান ?সুপার লিগ) খেলতে। হঠাৎ লকডাউন ঘোষণা করায় দুজন আটকে পড়েন দু'দেশে। এতদিন ধরে শোয়েবের সঙ্গে দেখা নেই, ছেলের কথা ভেবেই বেশি কষ্ট হচ্ছে সানিয়ার। ভারতীয় টেনিস তারকা বলেন, 'স্বামীকে কাছে না পাওয়া বেশ হতাশার ব্যাপার, বিশেষ করে ইজহানের জন্য তার বাবার কাছ থেকে দূরে থাকা। একসঙ্গে পরিবারের সঙ্গে কবে মিলতে পারব কে জানে। আমরা এখন ভাগ্যের দিকে তাকিয়ে আছি।' ইজহানের বয়স মাত্র এক বছর। এত ছোট একটা মানুষ বাবাকে ছাড়া কীভাবে থাকবে? সানিয়া বলেন, 'শোয়েব পাকিস্তানে আটকা পড়েছে, আমি এখানে। আমাদের জন্য ব্যাপারটা খুব কঠিন, কারণ আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে। জানি না ইজহান আবার কবে বাবাকে দেখতে পাবে।'