প্রিমিয়ার ফুটবল লিগ পরিত্যক্ত ঘোষণা

প্রকাশ | ১৮ মে ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
যা হওয়ার তাই হলো। করোনার আঘাতে শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে প্রিমিয়ার ফুটবল লিগ। শুধু লিগ নয়, মৌসুমের অন্য প্রতিযোগিতা স্বাধীনতা কাপও বাতিলের খাতায় চলে গেছে। করোনাভাইরাসের কারণে গত ১৫ মার্চের পর আর মাঠে গড়ায়নি প্রিমিয়ার ফুটবল লিগ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় সবকিছু। লিগের ভবিষ্যৎ কী হবে? এ নিয়ে একটা অনিশ্চয়তা ছিল সবার মাঝে। অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জরুরি সভায় সিদ্ধান্ত নিয়েছে রোববার। তাতে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। জরুরি সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেছেন, 'সার্বিক অবস্থা ও ক্লাবগুলোর অনুরোধের প্রেক্ষিতে আমরা লিগটিকে পরিত্যক্ত ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। যদিও এই মৌসুমে ফেডারেশন কাপ হয়েছে। লিগের কিছু ম্যাচও হয়েছে।' এই ঘোষণার আগে আবাহনী লিমিটেড ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল। সমান ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোল গড়ের কারণে এরপরেই অবস্থান ছিল চট্টগ্রাম আবাহনীর। লিগ পরিত্যক্ত হলেও এসব ধর্তব্যের মধ্যে পড়ছে না। ফলে কোনো দলকেই চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ ঘোষণা করা হবে না। এমনকি অবনমিত হবে না কোনো দলই।