২ হাজার কোটি টাকা বোনাস দিলেন টেলর সুইফট

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০

তারার মেলা ডেস্ক
হলিউডের সঙ্গীত তারকা টেলর সুইফট তার আলোচিত এরাস টু্যর শেষ করেছেন। বিশ্বব্যাপী কনসার্টের এই টু্যর থেকে ২ বিলিয়ন ডলার আয় করেছেন গায়িকা। সেই আয় থেকে ১৯৭ মিলিয়ন ডলার বোনাস হিসেবে তার টু্যরের সঙ্গে জড়িত সব সদস্যের মধ্যে বিতরণ করেছেন তিনি। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৩৫৭ কোটি ৭০ লাখ টাকারও বেশি। পিপল ম্যাগাজিন সূত্রে এমন তথ্যই জানা গেল। সেখানে দাবি করা হয়েছে, এই বোনাস টেলরের কর্মীরা তাদের নিয়মিত বেতনের বাইরের অংশ হিসেবে পাবেন। পিপলসের রিপোর্টে আরও বলা হয়েছে, এরাস টু্যরের সঙ্গে যুক্ত প্রতিটি সদস্য এই বোনাসের একটি অংশ পেয়েছেন। এর মধ্যে রয়েছে ট্রাক ড্রাইভার, ক্যাটারার, যন্ত্র প্রযুক্তিবিদ, মার্চেন্ডাইজার, লাইটিং ও সাউন্ড ক্রু, প্রোডাকশন স্টাফ, কাঠের কাজের শ্রমিক, নৃত্যশিল্পী, নিরাপত্তা কর্মী, কোরিওগ্রাফার, প্যায়রোটেকনিক বিশেষজ্ঞ, রিগার, হেয়ার এবং মেকআপ শিল্পী, ওয়ারড্রোব সহকারী, শারীরিক থেরাপিস্ট এবং ভিডিও টিম। এই ঘোষণার পর থেকে টেলর সুইফট প্রশংসায় ভাসছেন। তবে এটিই প্রথম নয়, অনেকবারই সুইফট এমন বিশাল বোনাস ঘোষণা করে খবরের শিরোনাম হয়েছেন। ২০২৩ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের টু্যরের প্রথম পর্ব শেষ করার পর তিনি তার সহযোগীদের মধ্যে ৫৫ মিলিয়ন ডলার বোনাস বিতরণ করেছিলেন। প্রসঙ্গত, এরাস টু্যর হলো পপ তারকা টেলর সুইফটের একটি বিশ্বব্যাপী কনসার্ট টু্যর। এটি ২০২৩ সালের মার্চ মাসে শুরু হয়। শেষ হয় ২০২৪ সালের নভেম্বরে। টু্যরটি টেলর সুইফটের ক্যারিয়ারের বিভিন্ন অ্যালবামের গানের ওপর ভিত্তি করে সাজানো। তাই এটিকে ?'এরাস' নামকরণ করা হয়েছে। যার মাধ্যমে প্রতিটি অ্যালবামকে একটি যুগ হিসেবে তুলে ধরেছেন টেলর। এই টু্যরটি খুবই সফল হয়েছে বলে মনে করা হচ্ছে। একদিকে, যেমন ২ বিলিয়ন ডলার আয় করেছেন টেলর; অন্যদিকে, তেমনি নানা দেশের কোটি কোটি শ্রোতা দর্শকের সঙ্গে তৈরি করেছেন সরাসরি যোগাযোগ। টু্যরে মোট ১৪৯টি শো ছিল- যা পৃথিবীর বিভিন্ন বড় শহর ও স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সুইফটের টু্যরটির বাণিজ্যিক সাফল্য সব শো শেষ হওয়ার পরও অব্যাহত রয়েছে। তার সর্বশেষ অ্যালবাম 'দ্য টর্চারড পোইটস ডিপার্টমেন্ট' ২০২৪ সালের সেরা অ্যালবাম হিসেবে বিলবোর্ডে শীর্ষ স্থান দখল করেছে। সম্প্রতি বিলবোর্ড ২০০ তালিকায় প্রথম স্থানও অর্জন করেছে এটি।