প্রথমবার ভারতে আসছেন টেলর সুইফট

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০

তারার মেলা ডেস্ক
প্রথমবারের মতো ভারতে পারফর্ম করবেন জনপ্রিয় মার্কিন পপ গায়িকা টেলর সুইফট। শোনা যাচ্ছে, সে দেশের দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানির ছেলের বিয়েতে পারফর্ম করতেই নাকি আসছেন তিনি। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, আদানি পুত্র জিৎ আদানি ও দিভা শাহের প্রি-ওয়েডিং পার্টির জমকালো আয়োজনের পরিকল্পনা করেছে আদানি পরিবার। তাই টেলর সুইফটকে সেই বিয়েতে পারফর্ম করার জন্য ইতোমধ্যে প্রস্তাব পাঠিয়েছে তারা। যদিও শিল্পীর পক্ষ থেকে এখনো কিছু চূড়ান্ত করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এই প্রস্তাব ফেলবেন না টেইলর সুইফট। এই গ্র্যান্ড বিয়ের মাধ্যমেই ভারতে প্রথম পারফর্ম করবেন জনপ্রিয় এই শিল্পী। এমন হাই-প্রোফাইলের বিয়ে বাড়িতে টেলর সুইফটের পারফর্ম করার প্রস্তাব এবারই প্রথম নয়। গত বছর সংযুক্ত আরব আমিরাত থেকে এমনই প্রস্তাব যায় টেলরের কাছে। ৯ মিলিয়ন ডলারের সেই প্রস্তাবটি নাকচ করে দেন শিল্পী। টেলর কেন এই প্রস্তাব ফিরিয়ে দেন তা স্পষ্ট নয়।