১৫ বছর পর ফিরছেন রাভিনা ট্যান্ডন

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০

তারার মেলা ডেস্ক
হিন্দি সিনেমাতে অনিয়মিত হয়ে যাওয়া নব্বই দশকের অভিনেত্রী রাভিনা ট্যান্ডন আরও একবার বাংলা চলচ্চিত্রে কাজ করবেন বলে শোনা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক আতিউল ইসলামের 'বানসারা' সিনেমায় কাজ করার প্রস্তাব গেছে এই নায়িকার কাছে। কাজটি আলোর মুখ দেখলে দীর্ঘ ১৫ বছর পর বাংলা সিনেমায় রাভিনাকে পাবেন দর্শকরা। অভিনেত্রী বাংলা সিনেমায় সবশেষ কাজ করেছেন ২০১০ সালে, রাজা সেন পরিচালিত 'ল্যাবরেটরি' সিনেমায়। এই অভিনেত্রীর নতুন কাজের খবর দিয়ে আনন্দবাজার লিখেছে, 'বানসারা' করার প্রস্তাবে সায় দিয়েছেন রাভিনা। সিনেমায় একজন রাজনীতিকের চরিত্রে পাওয়া যাবে তাকে। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মাফিয়া জগৎ এবং তাদের সঙ্গে পুলিশের টক্করের নানা ঘটনায় সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে। পরিচালক আতিউল ইসলাম বলেন, রাভিনার সঙ্গে যোগাযোগের পর্ব সারা হয়েছে। সিনেমাটি বড় আকারে তৈরি হচ্ছে বলেই আমরা তার মতো একজন অভিনেত্রীর কথা ভাবছি। আতিউলের কথায়, 'রাভিনার চিত্রনাট্য পছন্দ হয়েছে। কলকাতায় শুটিং শুরু হলে তিনি যোগ দেবেন। 'বানসারা' সিনেমার শুটিং শুরু হয়েছে আরও আগে থেকেই। পুরুলিয়ার অংশের আউটডোরের শুটিং শেষ হয়েছে। এবার কলকাতা এবং ঝাড়খন্ডের শুটিং হবে বলে জানিয়েছেন আতিউল। সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত এবং অপরাজিতা আঢ্য। চলতি বছরের দুর্গোৎসবে 'বানসারা' মুক্তির কথা ভাবছে পরিচালক ও প্রযোজনা সংস্থা। ১৯৯১ সালে ক্যারিয়ার শুরু করা রাভিনা এক পর্যায়ে বিয়ে করে সিনেমা ছাড়লেও সম্প্রতি ফিরেছেন ওয়েব সিরিজ দিয়ে। তবে রাভিনার নাম শুনলেই মনে আসে নব্বইয়ের দশকের 'টিপ টিপ বরষা পানি' গানটি। ওই গানে বৃষ্টিতে হলুদ শাড়িতে তার নাচ দারুণ আলোচিত ছিল।