চমক নিয়ে পর্দায় ফিরছেন কাজল

প্রকাশ | ০৬ মার্চ ২০২৫, ০০:০০

তারার মেলা ডেস্ক
বলিউড ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। ২০০৪ সালে 'কিউ হো গায়া না, সিনেমায় অভিনয় করে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে এ নায়িকার। এরপর তেলুগু বস্নকবাস্টার সিনেমা 'মাগধীরা'তে যুবরানি মিত্রবিন্দা ও ইন্দু চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন। বহু হিট সিনেমা উপহার দিয়ে জয় করে নিয়েছেন জনপ্রিয়তার শীর্ষস্থান। তারই ফল স্বরূপ এ বছর বহুল প্রতীক্ষিত তিনটি সিনেমা দিয়ে পর্দায় ফিরতে চলেছেন এ সুন্দরী। তিন সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে চমক দেখাবেন এ অভিনেত্রী। এ বছরের মার্চে মুক্তি পেতে চলেছে এ আর মুরুগাদস পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা 'সিকান্দার'। এ ছবিতে বলিউড সুপারস্টার সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। বিরতির পর বড় পর্দায় কাজলের এ প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। 'সিকান্দার' ছবির গল্প এক সাহসী যুবকের লড়াই নিয়ে। অন্যায়ের জালে বন্দি একটি দেশে সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য ক্ষমতাশালী দুর্নীতির নেটওয়ার্কের মুখোমুখি হয় সে যুবক। প্রচলিত নিয়মের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায়বিচারের জন্য সংগ্রাম করতে গিয়ে তার জীবনে আসে প্রেম- যা গল্পকে আরও রোমাঞ্চকর করে তোলে। ছবিটিতে কাজল আগারওয়ালের পাশাপাশি আরও অভিনয় করেছেন পুষ্পা খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা, প্রতীক পাতিল বাব্বর, বর্ষীয়ান অভিনেতা সত্যরাজসহ অনেকেই। শক্তিশালী তারকাবহুল এ ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। গত বছরের জুন মাসে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং- যা বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে। সিনে-বিশ্লেষকদের মতে, এ সিনেমার মাধ্যমে বলিউডে কাজল আগারওয়াল আবারও দারুণ সাড়া ফেলবেন। তার অনবদ্য অভিনয় আর সালমান খানের সঙ্গে জুটির নতুন কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করবে বলেই আশা করা হচ্ছে। কাজল আগরওয়ালের আরেকটি বিগ বাজেটের সিনেমা 'কান্নাপ্পা'। এ সিনেমায় তাকে দেখা যাবে পাবর্তী দেবীর চরিত্রে। এ চরিত্রটির প্রথম লুক প্রকাশ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবিটি প্রকাশ হওয়ার পর নেটিজেনদের নজর কেড়েছে। কাজল আগরওয়াল তার চরিত্র পর্বতী দেবী হিসেবে প্রথম লুক প্রকাশ করার সঙ্গে সঙ্গে একটি নোটও শেয়ার করেছেন, যেখানে দেবী পার্বতীর মহিমা সম্পর্কে লেখা ছিল, 'তিনটি জগতের অধিপতি মা! ত্রিশক্তি, যারা তাদের ভক্তদের রক্ষা করেন! পবিত্র শ্রী কালাহস্তি মন্দিরে বাস করেন জ্ঞান প্রসুনাম্বিকা!' পোস্টের ক্যাপশনে কাজল লিখেছেন, 'একটি স্বপ্নের চরিত্র! ২০২৫ শুরু করছি এই পবিত্র চরিত্রে।' বড় বাজেটে শিবভক্ত কান্নাপ্পার কিংবদন্তি গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছে। এতে কানাপ্পার চরিত্রে অভিনয় করেছেন বিষ্ণু মঞ্চু। এতে আরও অভিনয় করেছেন মোহন বাবু, আর. শরৎকুমার, অর্পিত রাঙ্কা, কৌশল মান্দা, রাহুল মাধব, দেবরাজ, মুকেশ রিশি, ব্রাহ্মানন্দাম, রাঘু বাবু, প্রীতি মুখুন্দন এবং মাধুসহ অনেকে। ছবিতে অক্ষয় কুমার হাজির হবেন শিবের চরিত্রে। এর মধ্য দিয়েই তেলেগু সিনেমায় অভিষেক হতে চলেছে অক্ষয়ের। সেইসঙ্গে কাজল আগরওয়াল এক দশকেরও বেশি সময় পর অক্ষয় কুমারের সঙ্গে আবারও পর্দায় একত্রিত হচ্ছেন 'কানাপ্পা' ছবি দিয়ে। এর আগে তারা শেষবার একসঙ্গে কাজ করেছিলেন ২০১৩ সালের 'স্পেশাল চব্বিস' ছবিতে। এছাড়াও সিনেমাটিতে ক্যামিও চরিত্রে উপস্থিত হবেন মোহনলাল এবং প্রভাসও। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন স্টিফেন দেবাসি, চিত্রগ্রহণ করেছেন শেলডন চৌ এবং সম্পাদনা করেছেন অ্যান্থনি। মুকেশ কুমার সিং পরিচালিত সিনেমাটি ২৫ এপ্রিল মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত। কাজলের তৃতীয় সিনেমা 'দ্য ইন্ডিয়া স্টোরি' একটি হৃদয়ছোঁয়া ও তীব্র নাটকীয় চলচ্চিত্র- যা কীটনাশক কোম্পানিগুলোর বড় ধরনের কেলেঙ্কারি এবং তার অন্ধকার ও বিতর্কিত দিকগুলো ঘিরে আবর্তিত। শক্তিশালী গল্প ও চমৎকার অভিনয়ের মাধ্যমে ছবিটির একটি গুরুত্বপূর্ণ সামাজিক ইসু্যকে সামনে নিয়ে আসতে চলেছেন অভিনেত্রী কাজল আগারওয়াল। চেতন ডি কে পরিচালিত এই ছবিতে কাজলের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়াস তালপাড়ে, মুরলি শর্মাসহ আরও অনেকে। চলচ্চিত্রটির সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এদিকে কাজলকে সবশেষ দেখা যায় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত সত্যভামা সিনেমায়। চলচ্চিত্রটি পরিচালনা করেন সুমন চিক্কালা। মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় দেখা যায় এসিপি সত্যভামা (কাজল) একটি নিখোঁজ ব্যক্তির মামলার তদন্ত করতে গিয়ে অন্ধকারে ঢাকা শহরগুলোর মাঝে লুকিয়ে থাকা ভয়ংকর সত্যের মুখোমুখি হন। তদন্তের প্রতিটি ধাপে তার অতীতের স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়। উচ্চ ঝুঁকিপূর্ণ এই অনুসন্ধানের মাঝেও তিনি সত্য উদ্ঘাটন ও নিজেকে মুক্তির পথে নিয়ে যেতে মরিয়া হয়ে লড়াই চালিয়ে যান আর এভাবেই এগোতে থাকে সিনেমাটির কাহিনী। এ ছবিতে আরও অভিনয় করেছেন নবীন চন্দ্র, প্রকাশ রাজ, হর্ষবর্ধনসহ অনেকে। জনপ্রিয় এই অভিনেত্রী ১৯ জুন, ১৯৮৫ সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা বিনয় আগরওয়াল পেশায় একজন উদ্যোক্তা এবং মা সুমন আগারওয়াল একজন ময়রা (মিঠাইত্তয়ালা)। ছোট বোন নিশা আগরওয়াল তেলুগু ও তামিল চলচ্চিত্র অভিনেত্রী। তিনি কোলাবা, মুম্বাইয়ের সেন্ট অ্যান উচ্চ বিদ্যালয়ে এবং জয় হিন্দ কলেজে পড়াশোনা করেন। এরপর মুম্বাইয়ের কে. সি. কলেজ থেকে স্নাতক শেষে গণমাধ্যম বিষয়ে ডিগ্রি নেন। মহাবিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তার মডেলিং কর্মজীবনের শুরু। অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তার পরিকল্পনা ছিল ব্র্যান্ড ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ পড়ার। কাজল আগারওয়ালের উলেস্নখ্যযোগ্য সিনেমাগুলোর মধ্যে- ডালিং, বৃন্দাভানাম, মি.পারফেক্ট, সিংঘাম, বিজনেসম্যান, মাত্তারান, নায়ক, বাদশাহ, টুপ্পাক্কি ইত্যাদি। ব্যক্তিগত জীবনে কাজল আগারওয়াল বিয়ে করেছেন গৌতম কিচলুকে। ২০২০ সালের ৬ অক্টোবর ধুমধাম আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।