চলতি মাসে রপ্তানি কমিয়েছে ওপেক পস্নাস

প্রকাশ | ২২ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
চলতি মাসের প্রথম ১৫ দিনে (১-১৫ মে) ওপেক পস্নাস জোটের দেশগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি কমে এসেছে। মূলত আন্তর্জাতিক বাজারে দাম কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত করতে এ সময় সৌদি আরব, রাশিয়াসহ ওপেক পস্নাস জোটের সদস্য দেশগুলো জ্বালানি পণ্যটির রপ্তানিতে লাগাম টেনেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর :রয়টার্স ও অয়েলপ্রাইসডটকম জ্বালানি পণ্যের বাজারের তথ্য বিশ্লেষণকারী জেনেভাভিত্তিক প্রতিষ্ঠান পেট্রো-লজিস্টিকস জানিয়েছে, চলতি মাসের প্রথম ১৫ দিনে ওপেক পস্নাসের সদস্য দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিদিন গড়ে ৪৮ লাখ ৫০ হাজার ব্যারেল কম অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ড্যানিয়েল গার্বার বলেন, আন্তর্জাতিক বাজারে রেকর্ড দরপতন অপরিশোধিত জ্বালানি তেলের রপ্তানিকারক দেশগুলোর হুঁশ ফিরিয়েছে। ওপেক পস্নসের সদস্য দেশগুলো চাইছে জ্বালানি পণ্যটির দাম বাড়ুক। এ পরিস্থিতিতে দেশগুলো জ্বালানি তেলের রপ্তানি কমাতে শুরু করেছে। এদিকে ওপেক পস্নাসের দেশগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি কমে আসার কথা জানিয়েছে এ খাতের আরেকটি তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ১৫ দিনে সৌদি আরব, রাশিয়াসহ ওপেক পস্নাস দেশগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় রপ্তানি কমেছে ৬৩ লাখ টন।