সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২২ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
আখাউড়া স্থলবন্দরে ৮ দিনের ছুটি যাযাদি ডেস্ক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত আখাউড়া স্থল বন্দরের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (২০ মে) স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শফিকুল ইসলাম জানান, বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে। এদিকে গত মঙ্গলবার (১৯ মে) দুপুরে প্রশাসনের সঙ্গে বন্দরের ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানসহ অন্যরা। বৈঠকে করোনা পরিস্থিতির মধ্যে প্রতিদিন সর্বোচ্চ ৪০টি ট্রাকে পণ্য রপ্তানির সিদ্ধান্ত হয়। এনবিআরের নতুন সদস্য আরিফা শাহানা যাযাদি ডেস্ক বিসিএস (কর) ক্যাডারের আরিফা শাহানাকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন সদস্য (কর) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ১৮ মে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব এস এম আব্দুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে তাকে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, 'বিসিএস (কর) ক্যাডারের আরিফা শাহানকে (জ্যেষ্ঠতার ক্রম-৫৭, পরিচিতি নং- ২০০০৫৭) জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ৭৮ হাজার নির্ধারিত বেতনস্কেলে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর) (গ্রেড-১) পদে পদোন্নতি প্রদান করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সূত্রে জানা যায়, এনবিআরের সদস্যপদ সাধারণত সরকারের অতিরিক্ত সচিব থেকে সচিব পদমর্যাদার হয়ে থাকে। দেরিতেও ভ্যাট রিটার্ন দাখিল করা যাবে যাযাদি রিপোর্ট প্রাকৃতিক দুর্যোগ বা মহামারির মতো আপৎকালে নির্ধারিত সময়ের পরেও সুদ ও জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন দাখিল করা যাবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে এমন সুযোগ রেখে আইনটি সংশোধন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমতিক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে সংশোধিত অধ্যাদেশ ইসু্য করা হয়েছে। বুধবার (২০ মে) জারি করা অধ্যাদেশটি গত ১ এপ্রিল থেকে কার্যকর ধরা হয়েছে। অধ্যাদেশে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ৬৪ নং ধারার ১ উপ-ধারায় ক ও খ উপ-ধারা সন্নিবেশিত হয়েছে। ক উপ-ধারায় বলা হয়েছে, এ আইনের অধীনে ভিন্ন যাহাই কিছু থাকুক না কেন প্রাকৃতিক দুর্যোগ, মহামারি, দৈব-দুর্বিপাক বা যুদ্ধের কারণে জনস্বার্থে বোর্ড ও সরকারের অনুমতিক্রমে বর্ণিত আপৎকালের জন্য সুদ ও জরিমানা আদায় হতে অব্যাহতি প্রদান করে দাখিলপত্র পেশের সময়সীমা বৃদ্ধি করতে পারবে। খ উপ-ধারায় বলা হয়েছে, উপ-ধারা ১ক এ উলিস্নখিত আদেশ ভূতাপেক্ষ কার্যকারিতা প্রদান করা যাবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন অনুযায়ী প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে রিটার্ন জমা না দিলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হয়। নতুন ধারা অনুযায়ী এনবিআর ও সরকারের অনুমতিক্রমে আপৎকালের জন্য সুদ ও জরিমানা আদায় থেকে অব্যাহতি প্রদান করে দাখিলপত্র পেশের সময়সীমা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে। গত ১৫ মে পর্যন্ত সারা দেশে ভ্যাট রিটার্ন (এপ্রিল মাস) দাখিল হয়েছে ৪২ হাজার ৬০০, যা গত মাসের (মার্চ) চেয়ে প্রায় ১১ হাজার বেশি। শতকরা হিসেবে দাখিলপত্র বেড়েছে ৩৪ দশমিক ৮২ শতাংশ। এ সময় রাজস্ব আদায় হয়েছে হয়েছে ৩ হাজার ৮৭৯ কোটি টাকা, যা আগের মাসের চেয়ে প্রায় ৭০০ কোটি টাকা বেশি। শতকরা হিসেবে রাজস্ব বেড়েছে ২২ শতাংশের বেশি। বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দেবে এআইআইবি যাযাদি রিপোর্ট মহামারি করোনাভাইরাস মোকাবিলায় এবার বাংলাদেশের জন্য বাজেট সহায়তা হিসেবে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ১২৫ টাকা। বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে একটি কর্মসূচিতে সহ-অর্থায়ন হিসেবে এআইআইবি এ ঋণ দিচ্ছে। গত ৭ মে এডিবি কোভিড-১৯ এর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অনুকূলে ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। এর দ্রম্নত ছাড় করতে ইতোমধ্যে সরকারের সঙ্গে ঋণ চুক্তি হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার কারণে ক্ষতিগ্রস্ত গরিব ও সুরক্ষিত নয় এমন জনগোষ্ঠীকে সহায়তা করতে সরকারের উদ্যোগ বাস্তবায়নে ব্যয় হবে এ ঋণের টাকা। ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান (এসএমই) এবং অনানুষ্ঠানিক খাতে যারা কর্মসংস্থান হারিয়েছে তাদের জন্য ও তৈরি পোশাক খাতের নারী শ্রমিকদের সহায়তা করা এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।