এপ্রিলে ইউরোপের গাড়িবাজারে ৭৬ শতাংশ পতন

প্রকাশ | ২২ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
চলতি বছরের এপ্রিলে অভাবনীয় সংকটের মধ্য দিয়ে গেছে ইউরোপের গাড়িবাজার। মাসটিতে গত বছরের একই সময়ের তুলনায় গাড়ি বিক্রি কমেছে ৭৬ দশমিক ৩ শতাংশ। খবর : এএফপি ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ) বলছে, এরই মধ্যে মার্চে ইউরোপে গাড়ি রেজিস্ট্রেশন কমেছে বার্ষিক ৫৫ দশমিক ১ শতাংশ। আর এর মূলে রয়েছে নভেল করোনাভাইরাসের সংক্রমণের প্রভাব। অন্যদিকে এপ্রিলজুড়ে কোভিড-১৯ সংক্রমণ রোধে জারিকৃত বিধিনিষেধের মধ্যে অর্থনৈতিক অঞ্চলটিতে গাড়ি বিক্রিতে পতন হয়েছে সর্বোচ্চ। এর মধ্যে সবচেয়ে বেশি পতন হয়েছে ইতালি ও স্পেনে যথাক্রমে ৯৭ দশমিক ৬ ও ৯৬ দশমিক ৫ শতাংশ। এ সময়ে ডেনমার্ক ও সুইডেনে বিক্রি তুলনামূলক ভালো হলেও দেশ দুটির গাড়িবাজারের সংকোচন হয় এক-তৃতীয়াংশেরও বেশি। কোম্পানিগুলোর মধ্যে এপ্রিলে সবচেয়ে বেশি কম গাড়ি বিক্রি হয়েছে এফসিএ গ্রম্নপের, ৮৭ দশমিক ৭ শতাংশ। মাসটিতে সব মিলিয়ে গ্রম্নপটির গাড়ি বিক্রি হয়েছে মাত্র ১০ হাজার ৪১৯টি।