৫০০০ নিম্নআয়ের পরিবারকে খাদ্যসামগ্রী দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ব্র্যাক

প্রকাশ | ২২ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
২১ মে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রায় ৫০০০ নিম্নআয়ের পরিবার থেকে ২৫,০০০ জনকে খাদ্য সহায়তা সরবরাহ করতে ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ করছে। এই খাদ্য সহায়তায় প্রধানত নিত্যপ্রয়োজনীয় এবং অপচনশীল খাদ্যসামগ্রী প্যাকেটজাত করে লকডাউন প্রভাবিত এলাকার নিম্নআয়ের পরিবারগুলোর দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। এর আগেই স্ট্যান্ডার্ড চার্টার্ড ঋণ পরিশোধের সময় বৃদ্ধি, ফি মওকুফ বা বাতিলকরণ এবং ঋণ সম্প্রসারণ সুবিধাসহ রিটেইল গ্রাহক এবং ব্যবসায়িকদের জন্য বিস্তৃত সহায়তার ঘোষণা দিয়েছে। বিশ্বব্যাপী কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য পণ্য ও সেবা সরবরাহকারী সংস্থাগুলিকে ১ বিলিয়ন মার্কিন ডলার এবং মহামারি দ্বারা আক্রান্তদের সহায়তা প্রদানে তহবিল গঠনের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন ঘোষণা করেছে ব্যাংকটি। ব্র্যাক তার নিজস্ব তহবিল এবং অংশীদারদের সহায়তায় নিম্নআয়ের ৩০০,০০০ পরিবারের কাছে জরুরি নগদ অর্থ সহায়তা পৌঁছে দিয়েছে। ব্র্যাকের ৪১টি প্রসূতি কেন্দ্রের মাধ্যমে ৪৪৬,৫৬৯ জন মহিলা মাতৃত্ব সংক্রান্ত সেবা, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা পেয়েছেন, যেগুলো কোভিড-১৯ এর এই চলমান লকডাউনের মধ্যেও সেবা দিয়ে যাচ্ছে। ব্র্যাক ঝুঁকিপূর্ণ অঞ্চলে ওয়াক-ইন নমুনা সংগ্রহ বুথ স্থাপনে স্বাস্থ্য অধিদপ্তরকে (ডিজিএইচএস) সহায়তা করছে, এর অংশ হিসেবে নমুনা সংগ্রহের গতি আরও বৃদ্ধির লক্ষ্যে আগামী সপ্তাহের মধ্যে ঢাকায় কমপক্ষে ৫০টি নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হবে। শিগগিরই সারাদেশে আরও ৫০টি বুথ স্থাপন করা হবে। বিজ্ঞপ্তি