ইইউর পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা

প্রকাশ | ২৯ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ইউরোপীয় কমিশন (ইসি) ৭৫০ বিলিয়ন বা ৭৫ হাজার কোটি ইউরোর অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা করেছে। এই অর্থ ৮২ হাজার ৬৫০ কোটি মার্কিন ডলার এবং বাংলাদেশের সাত লাখ কোটি টাকার মতো। গত শতকের ত্রিশের দশকের মহামন্দার পরে সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার পরিস্থিতিতে এই প্যাকেজ ঘোষণা করা হলো, যাতে সদস্য দেশগুলো সংকট কাটিয়ে উঠতে পারে। ইউরোপের ২৭ জাতির জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলো কোভিড-১৯ বা করোনাভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত। এর মধ্যে ইউরোপের দক্ষিণাঞ্চলীয় দেশগুলো আগে থেকেই অবশ্য বড় অংকের ঋণের ভারে জর্জরিত হয়ে আছে। তবে নতুন আর্থিক প্যাকেজ থেকে ইইউর সব সদস্য দেশকে অনুদানের পাশাপাশি ৩০ বছর মেয়াদে ঋণ দেওয়া হবে।