এক্সপ্রেস ইন্সু্যরেন্সের আইপিও আবেদন ১৪ জুন

প্রকাশ | ০৪ জুন ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
করোনাভাইরাসের কারণে আটকে যাওয়া এক্সপ্রেস ইন্সু্যরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বিমা কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণের জন্য ১৩ এপ্রিল নির্ধারণ করা হয়েছিল। তবে করোনাভাইরাস মোকাবিলার অংশ হিসেবে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ আটকে যায়। টানা ৬৬ দিন সাধারণ ছুটি থাকার পর গত ৩১ মে থেকে আবার সব ধরনের অফিস খোলা শুরু হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আইপিও আবেদন গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছে এক্সপ্রেস ইন্সু্যরেন্স। কোম্পানি সূত্রে জানা গেছে, ১৪ জুন আইপিও আবেদন শুরু হয়ে ১৮ জুন পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে সাধারণ বিনিয়োগকারীরা আইপিওতে কোম্পানিটির শেয়ার কিনতে আবেদন করতে পারবেন। চলতি বছরের ১৮ ফেব্রম্নয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৯তম সভায় কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।