আইসোলেশন সেন্টারের জন্য চসিককে সিটি হল হস্তান্তর করল সীকম গ্রুপ

প্রকাশ | ০৭ জুন ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনা রোগীদের জন্য অস্থায়ীভাবে ৩০০ শয্যার আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য 'সিটি হল কনভেনশন সেন্টার' চট্টগ্রাম সিটি করপোরেশনকে হন্তান্তর করেছে সীকম গ্রুপ। দেশের প্রধান সমুদ্রবন্দর ও বিমানবন্দরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কনভেনশন সেন্টারটি সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহাকে চিঠি দিয়ে সীকম গ্রুপের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে এ আইসোলেশন সেন্টারের জন্য শয্যাসহ চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করেছে সিটি করপোরেশন। সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের (কভিড-১৯) বাংলাদেশে মারাত্মক প্রাদুর্ভাব ঘটেছে।