'ব্যাংক খাতের মূল সমস্যা সুশাসন ও খেলাপি ঋণ'

প্রকাশ | ২১ জুন ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
বাংলাদেশের ব্যাংক খাতের মূল সমস্যা গভর্নেন্স ও এনপিএল বলে অভিহিত করেছেন বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। শুক্রবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন। আলী রেজা ইফতেখার বলেন, 'আমাদেরকে বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায় প্রশ্ন করা হচ্ছে- বাংলাদেশে ব্যাংকের প্রধান সমস্যা কী? অনেকে অনেক কিছু বলেন। আমার কাছে বিগেস্ট ইসু্য হচ্ছে গভর্নেন্স এবং নন পারফর্মিং লোন।' তিনি বলেন, 'গভর্নেন্স শুধু বোর্ডের বিষয় না। গভর্নেন্স বলতে ম্যানেজমেন্ট গভর্নেন্স দরকার আছে। ডিরেক্টরদের গভর্নেন্স দরকার আছে। রেগুলেটর গভর্নেন্স দরকার আছে। এই গভর্নেন্সের কারণেই আজকে ব্যাংকে এনপিএল (খেলাপি ঋণ) অনেক বেশি।' তিনি বলেন, 'গভর্নেন্স ও এনপিএল এই দুইটা হলো ব্যাংকের বিগেস্ট চ্যালেঞ্জ। এর একটা রিজেন্ট, আরেকটা হলো রেজাল্ট। রিজেন্ট হচ্ছে গভর্নেন্স, আর রেজাল্ট হচ্ছে এনপিএল। যদিও রেজাল্ট খুব একটা ভালো না।'