বেইজিংয়ে কারখানায় উৎপাদন স্থগিত পেপসিকোর

প্রকাশ | ২৫ জুন ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
বেইজিংয়ে একটি খাদ্য প্রক্রিয়াজাত কারখানায় উৎপাদন স্থগিত করেছে পেপসিকো চায়না। ওই কারখানার অন্তত একজন কর্মী কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হলে এ পদক্ষেপ নেওয়া হয়। খবর রয়টার্স। রাজধানী বেইজিংয়ের দাক্সিন জেলার ওই কারখানায় ১৫ জুন এক কর্মীর করোনা পরীক্ষায় পজিটিভ ফল আসে। এর পরই কারখানার উৎপাদন কার্যক্রম বাতিল করা হয় বলে জানান পেপসিকো চায়নার করপোরেট অ্যাফেয়ার্সের পরিচালক ফান ঝিমিন। স্থানীয় সময় রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করলেও এখন পর্যন্ত কারখানার মোট কতজন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন, সে বিষয়ে তিনি কিছু বলেননি। তবে ওই একই সম্মেলনে বেইজিংয়ের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দাক্সিনের ওই কারখানায় কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছে আটজন।