কোভিড-১৯ মহামারির প্রভাবে ৬ হাজার কর্মী ছাঁটাইয়ে কান্তাস

প্রকাশ | ২৮ জুন ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
নভেল করোনাভাইরাস মহামারিতে টিকে থাকার লক্ষ্যে ছয় হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে কান্তাস। অস্ট্রেলিয়াভিত্তিক উড়োজাহাজ সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালান জয়েস বৃহস্পতিবার এ ঘোষণা দেন। খবর বিবিসি, এপি। কোভিড-১৯ সংকট-পূর্ববর্তী সময়ের কর্মী বাহিনীর প্রায় এক-পঞ্চমাংশই এ সিদ্ধান্তের ফলে ছাঁটাই হতে যাচ্ছে। গত মার্চে উড়োজাহাজ সংস্থাটি তাদের ৮০ শতাংশ কর্মীকেই সাময়িক ছুটিতে পাঠিয়েছিল। আকাশপথে ভ্রমণের বড় আকারের পতনে অস্ট্রেলিয়ার জাতীয় এ উড়োজাহাজ সংস্থাটির আয় অনেক কমে গিয়েছে। গত সপ্তাহে সরকার জানায়, আগামী বছর নাগাদ অস্ট্রেলিয়ার সীমান্ত বন্ধ থাকবে। এ সিদ্ধান্তে আগামী অক্টোবরের শেষ নাগাদ নিউজিল্যান্ড বাদে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কান্তাস। বৃহস্পতিবার সিডনিতে এক সংবাদ সম্মেলনে অ্যালান জয়েস জানান, আগামী তিন বছর উড়োজাহাজ সংস্থাটির আয় সীমিত থাকবে। এ সময়টায় টিকে থাকতে কার্যক্রম কমিয়ে আনবে তারা।