চতুর্থ প্রান্তিকে নাইকির লোকসান ৭৯ কোটি ডলার

প্রকাশ | ২৮ জুন ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
অনলাইনে বিক্রি বাড়লেও নভেল করোনাভাইরাস মহামারিতে চতুর্থ প্রান্তিকে নাইকির আয় অনেক কমেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ক্রীড়াসামগ্রী তৈরিকারক কোম্পানিটি। খবর এএফপি। গত ৩১ মে শেষ হওয়া কোম্পানির চতুর্থ প্রান্তিকে নাইকির লোকসান হয়েছে ৭৯ কোটি ডলার। এতে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫১ সেন্ট। যেখানে বিশ্লেষকরা শেয়ারপ্রতি ৯ সেন্ট মুনাফার পূর্বাভাস দিয়েছিল। বিশ্বের বেশির ভাগ দেশে বিক্রিতে পতনের জেরে নাইকির আয় ৩৮ শতাংশ কমে ৬৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে। নাইকির সবচেয়ে বড় বাজার উত্তর আমেরিকায় আয় ৪৬ শতাংশ কমে ২২০ ডলারে দাঁড়িয়েছে। বৃহত্তর চীনের বাইরে কোম্পানির চারটি পরিচালন অঞ্চলের তিনটিতেই গত প্রান্তিকের আট সপ্তাহে নাইকির ৯০ শতাংশ স্টোর বন্ধ ছিল। এর মধ্যেও আশাবাদের জায়গা হচ্ছে অনলাইন বিক্রি, যা গত প্রান্তিকে ৭৫ শতাংশ বেড়েছে। নভেল করোনাভাইরাস ঠেকাতে নেওয়া শাটডাউনের ফলে আয়ে বড় ধাক্কার খবর জানানো বৃহৎ কোম্পানির একটি হচ্ছে নাইকি। অন্যান্য বড় কোম্পানির চেয়ে ভিন্ন অর্থবছর অনুসরণ করে নাইকি যাদের চতুর্থ প্রান্তিক শেষ হয় ৩১ মে।