ভালো ঋণগ্রহীতাদের স্বার্থে রিবেট সুবিধা বহালের আহ্বান বিল্ডের

প্রকাশ | ২৯ জুন ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
ভালো ঋণগ্রহীতা অর্থাৎ খেলাপি না হয়ে নিয়মিত ঋণ পরিশোধ করেন এমন গ্রাহকদের মোট পরিশোধিত সুদে ১০ শতাংশ রিবেট প্রদানের বিধান ছিল। নতুন এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ভালো ঋণগ্রহীতাদের জন্য এ সুবিধা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, ভালো ঋণগ্রহীতারা এখন থেকে 'ধন্যবাদ' বা 'সম্মান' ছাড়া আর কিছুই পাবেন না। এ অবস্থায় বেসরকারি খাতের থিংকট্যাংক বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) মনে করে কেন্দ্রীয় ব্যাংক নতুন এ প্রজ্ঞাপন পুনর্বিবেচনা করতে পারে এবং ঋণখেলাপি সংস্কৃতিকে নিরুৎসাহিত করতে আগের বিধান অনুযায়ী ভালো ঋণগ্রহীতাদের জন্য রিবেট সুবিধা পুনর্বহাল রাখতে পারে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় প্রতিষ্ঠানটি। ব্যাংকিং খাতে ভালো ঋণগ্রহীতার বড় ধরনের সংকট রয়েছে বলে মনে করে বিল্ড। তারা বলছে, বাংলাদেশ ব্যাংক ১০ শতাংশ রিবেট প্রদানের মাধ্যমে ব্যাংকগুলোকে ভালো ঋণগ্রহীতাদের পৃষ্ঠপোষকতায় উৎসাহিত করত। যেহেতু অনাদায়ী ঋণের আধিক্য দেশের বেশির ভাগ ব্যাংকের জন্য একটি বড় সমস্যা, তাই নিয়মিত কিস্তি পরিশোধ করা ভালো ঋণগ্রহীতাদের শনাক্ত করা এবং তাদের প্রণোদনা প্রদানের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ হওয়া প্রয়োজন। ভালো ঋণগ্রহীতারা ছাড় এবং প্রণোদনাসহ নানা ধরনের পৃষ্ঠপোষকতার প্রাপ্যদার। বিল্ড তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলছে, কোভিড-১৯ মহামারির এই সময়ে ব্যবসায়ীরা টিকে থাকার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। ভালো ঋণগ্রহীতারা তাদের প্রতিষ্ঠানে কর্মসংস্থান ধরে রাখতে কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। রিবেট সুবিধা প্রত্যাহারের প্রজ্ঞাপনটি তাদের নিরুৎসাহিত করার সম্ভাবনা রয়েছে।