মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা উদ্বোধন

প্রকাশ | ০৪ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
'তাকওয়া' নামে শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবা কার্যক্রম শুরু করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। সোমবার এক অনলাইন ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি ইসলামিক ব্যাংকিং সেবার উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংকের দেশব্যাপী ১০টি শাখায় প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি গ্রাহকদের ইসলামিক ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে এ সেবা প্রদান করা হবে। শাখাগুলো হলো- ঢাকার প্রধান শাখা, ধানমন্ডি শাখা ও উত্তরা শাখা, চট্টগ্রামের আগ্রাবাদ শাখা, বরিশাল শাখা, ফেনী শাখা, নোয়াখালীর চৌমুহনী ও বাংলাবাজার শাখা, চাঁদপুরের ফরিদগঞ্জ শাখা ও শরীয়তপুরের ডামুড্যা শাখা। এসব শাখা থেকে ইসলামিক ব্যাংকিং এর শরিয়াভিত্তিক সকল প্রকার ডিপোজিট ও বিনিয়োগ সুবিধা প্রদান করা হবে। ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন), নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. রহমত উলস্নাহ, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা, পরিচালক এ এস এম ফিরোজ আলম, এম আমানউলস্নাহ, আলহাজ মোশাররফ হোসেন ও এম এ খান বেলাল। আরও যুক্ত ছিলেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডি, ঊর্ধ্বতন নির্বাহীরা ও ইসলামিক ব্যাংকিং ডিভিশনের বিভাগীয় প্রধান সৈয়দ মর্তুজা হাসান। বিজ্ঞপ্তি