সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ওষুধ-রসায়ন খাতে লেনদেন ৫২.৫% যাযাদি রিপোর্ট সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ওষুধ-রসায়ন খাত। ডিএসইতে মোট লেনদেনের ৫২.৫ শতাংশ অবদান রয়েছে এ খাতের। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ব্যাংক খাতে ১৫.৩ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। টেলিকমিউনিকেশন খাতে ১০ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে জ্বালানি-বিদু্যৎ খাতে ৭.৯ শতাংশ, বিবিধ ও বস্ত্র খাতে ২.৪ শতাংশ, খাদ্য খাতে ২.৩ শতাংশ, মিউচু্যয়াল ফান্ড খাতে ১.৭ শতাংশ, সাধারণ বিমা খাতে ১.৬ শতাংশ, প্রকৌশল খাতে ১.৪ শতাংশ, পাট খাতে দশমিক ৭ শতাংশ, আর্থিক খাতে দশমিক ৬ শতাংশ, সিরামিক, ভ্রমণ ও জীবন বিমা খাতে দশমিক ৩ শতাংশ। এছাড়া আইটি, সিমেন্ট ও সেবা-আবাসন খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে। সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্যারামাউন্ট ইন্সু্যরেন্স যাযাদি রিপোর্ট সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্যারামাউন্ট ইন্সু্যরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৮.২৯ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ৭৯ লাখ ৯১ হাজার টাকা লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে গস্নাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর বেড়েছে ৭ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন ৪ কোটি ৫০ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১৮ কোটি ১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পূবালী ব্যাংক গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ১২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমবি ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি, ফাইন ফুডস, ফার্মা এইডস, ওয়াটা কেমিক্যালস, ন্যাশনাল ব্যাংক ও এনসিসি ব্যাংক লিমিটেড। লেনদেনে সেরা বেক্সিমকো ফার্মা যাযাদি রিপোর্ট সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ৭৪ লাখ ৭ হাজার ৮৮৭টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৩৩ লাখ ১৯ হাজার ৪১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭ কোটি ৮০ লাখ টাকা। গস্নাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৮৪ হাজার ৮৭১টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১৮ কোটি ১ লাখ ৭০ হাজার টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্দো-বাংলা ফার্মা, স্কয়ার ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ওয়াটা কেমিক্যাল, লিন্ডে বাংলাদেশ, দ্য একমি ল্যাবরেটরিজ ও সিটি ব্যাংক লিমিটেড।