লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ৭ প্রতিষ্ঠান

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানি গত সপ্তাহে লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফিনিক্স ইন্সু্যরেন্স, পূরবী জেনারেল ইন্সু্যরেন্স, ইস্টার্ন ইন্সু্যরেন্স, ইস্টল্যান্ড ইন্সু্যরেন্স, এশিয়া প্যাসেফিক ইন্সু্যরেন্স ও বাটা সু। ফিনিক্স ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগের বছর ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ফিনিক্স ইন্সু্যরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। পূরবী জেনারেল ইন্সু্যরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। ইস্টার্ন ইন্সু্যরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি থেকে শেয়ারহোল্ডররা ২০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিল। ইস্টল্যান্ড ইন্সু্যরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগের বছর কোম্পানিটি থেকে শেয়ারহোল্ডাররা ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে পেয়েছিল। এশিয়া প্যাসেফিক জেনারেল ইন্সু্যরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। বাটা সু'র পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের চূড়ান্ত লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে অন্তর্র্বর্তীকালীন ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। সে হিসাবে ২০১৯ সালের সামাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা সব মিলিয়ে ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ পাবে। আগে কোম্পানিটি শেয়ারহোল্ডাদের ২৪০ শতাংশ অন্তর্র্বর্তীকালীন নগদ লভ্যাংশসহ মোট ৩৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।