সামিটের প্রকল্পে আন্তর্জাতিক অর্থায়ন

প্রকাশ | ১৫ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
অ্যাসেট ট্রিপল-?'এ' এশিয়া ইনফ্রাস্ট্রাকচার অ্যাওয়ার্ড ২০২০-এ সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের দুটি অঙ্গপ্রতিষ্ঠানের প্রকল্প অর্থায়ন 'দক্ষিণ এশিয়ার বছরের সেরা চুক্তি'- পুরস্কার লাভ করেছে। পুরস্কার দুটি হলো- 'অয়েল এন্ড গ্যাস ডিল অফ দ্য ইয়ার' এবং 'পাওয়ার ডিল অফ দ্য ইয়ার'। প্রকল্প অর্থায়নের ক্ষেত্রে সেরা চুক্তির কারণে সামিট বৈশ্বিক প্রতিযোগিতামূলক দরে বিদু্যৎ উৎপাদন এবং এলএনজি সরবরাহ করতে পারছে। সামিট এলএনজি টার্মিনাল কো. লিমিটেডের ৯৭ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অর্থায়ন 'অয়েল এন্ড গ্যাস ডিল অফ দ্য ইয়ার' সম্মাননা অর্জন করেছে। জাপানের সুমিতোমো মিতসুই ব্যাংকিং কর্পোরেশন (এসএমবিসি) এই অর্থায়নে প্রধান উদ্যোক্তার ভূমিকা পালন করেছে। এটি বাংলাদেশের প্রথম এলএনজি খাতের লেনদেন যা নন-রিকোর্স ভিত্তিতে একটি আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যাংক সম্পূর্ণ অর্থায়ন করেছে। বাংলাদেশের বেসরকারি খাতে অবকাঠামো প্রকল্পগুলোর বাণিজ্যিক ব্যাংকিং সেবার আওতায় এটি একটি বড় ধাপ। বিজ্ঞপ্তি