বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের 'ন্যাশনাল বাজেট ২০২০-২১' ভার্চুয়াল সেমিনার

প্রকাশ | ১৫ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সম্প্রতি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন-বিএইচবিএফসির চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-আইবিবিএলের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগ কর্তৃক আয়োজিত 'ন্যাশনাল বাজেট ২০২০-২১' শীর্ষক ভার্চুয়াল সেমিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন। ড. সেলিম তার বক্তব্যে বলেন, জাতীয় বাজেট ২০২০-২১ এমন সময় ঘোষিত হয়েছে, যখন বিশ্বের অধিকাংশ অর্থনীতিসহ আমাদের অর্থনীতির প্রায় সব খাত কোভিড ১৯-এর কারণে অস্বাভাবিক, অনিশ্চিত, বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। বাজেট ২০২০-২১ মূলত দুটি ভিত্তিকে কেন্দ্র করে যথা- মধ্য মেয়াদি বাজেট কাঠামো এবং বিগত কয়েক মাসে করোনা ভাইরাসকে কেন্দ্র করে গৃহীত বিভিন্ন নীতি, কৌশল এবং প্রণোদনাকে প্রাধান্য দিয়ে রচিত হয়েছে। ড. সেলিম আরও বলেন, জাতীয় বাজেট ২০২০-২১ পরিপূর্ণভাবে বিশ্লেষণ করলে কমপক্ষে ৬টি প্রধান মৌলিক অঙ্গীকার স্পষ্ট প্রতিয়মান হয়। ছয়টি মৌলিক অঙ্গীকার হলো: ১. প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ১,০৩,১১৭ কোটি টাকার বিশাল প্রণোদনার দ্রম্নত বাস্তবায়ন। ২. সরকারি ব্যয়ে কর্ম সৃজনকে প্রাধান্য দিয়ে গুণগত মানে সরকারি ব্যয় বৃদ্ধি করা। ৩. বিলাসী ব্যয় হ্রাস ও নিরুৎসাহিত করা। ৪. স্বল্প সুদে ঋণ সুবিধা প্রবর্তন করে অর্থনৈতিক কর্মকান্ড পুনরুজ্জীবিত করা। ৫. সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি এবং ৬. বাজারে মুদ্রা সরবরাহ বৃদ্ধি করে যথাযথ তারল্য বজায় রাখা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম উদ্দিন খানের সভাপতিত্বে একই বিভাগের প্রফেসর ড. সালেহ জহুর প্রবন্ধ উপস্থাপন করেন। প্রফেসর নছরুল কাদির, প্রফেসর ড. জান্নাত আরা পারভিন, প্রফেসর ড. ইসমত আরা হক, প্রফেসর ড. জামাল, প্রফেসর ড. সোহরাব আলোচনায় অংশগ্রহণ করেন। ওই অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর সালামত উলস্নাহ ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উলেস্নখযোগ্য শিক্ষক ও ছাত্রছাত্রী সেমিনারে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি