আ. রউফ চৌধুরী সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ৪৩২তম পরিচালনা পর্ষদের সভায় ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংক এশিয়ার প্রধান উদ্যোক্তা। অন্যদিকে মোহাম্মদ সাফওয়ান চৌধুরী একই ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। রউফ চৌধুরী দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি। তিনির্ যাংগস গ্রম্নপ ও সি. রিসোর্সেস গ্রম্নপের চেয়ারম্যান। একই সঙ্গে তিনি দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি ষ্টার-এর অন্যতম পরিচালক। তিনি দেশের পরিবহণ, ওষুধ, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, গভীর সমুদ্রে মৎস্য আহরণসহ বিভিন্ন সেক্টরে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেগুলো দেশের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। এছাড়া তিনি চার বছর বাংলাদেশ বাস্কেট বল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। বিশ বছরেরও বেশি সময় ধরে তিনি ঢাকা সেনানিবাস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য। এ. রউফ চৌধুরী সক্রিয়ভাবে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত। অন্যদিকে, মোহাম্মদ সাফওয়ান চৌধুরী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ সাফওয়ান চৌধুরী দেশের একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি সিলেট চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি। সাফওয়ান চৌধুরী বর্তমানে এম আহমেদ টি এন্ড ল্যান্ডস কোম্পানি লি., ফুলবাড়ি টি এস্টেট্স লি., এম আহমেদ কোল্ড স্টোরেজ লি., প্রিমিয়ার ডাইং এন্ড ক্যালেন্ডারিং লি. এবং এম আহমেদ ফুড এন্ড স্পাইসেস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিয়োজিত এনজিও 'এফআইভিডিবি'-এর বর্তমান প্রেসিডেন্ট। বিজ্ঞপ্তি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd