সোনালী ব্যাংকের এমপিওভুক্ত শিক্ষকদের সঞ্চয়ী হিসাব খোলার কার্যক্রম উদ্বোধন

প্রকাশ | ১৫ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার অধীনস্থ সরকারি ও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় একশ টাকা জমাদানের মাধ্যমে সঞ্চয়ী হিসাব খোলা কার্যক্রমের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ ও সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। সম্প্রতি প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য ভিডিও কনফারেন্সিং সভায় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. এবনুজ জাহান, জেনারেল ম্যানেজার জাকির হোসেন খান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার সুভাষ চন্দ্র দাস, গভ. একাউন্টস এন্ড সার্ভিসেস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যনেজার মো. মনিরুজ্জামান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমানসহ ব্যাংকের ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি