প্রাইম ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং পেল আন্তর্জাতিক সম্মান

প্রকাশ | ১৬ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রাইম ব্যাংক লিমিটেড অত্যন্ত মর্যাদাপূর্ণ 'সেরা ডিজিটাল ব্যাংক পুরস্কার' অর্জন করেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে স্থানীয় বাংলাদেশি ব্যাংকের জন্য এক মর্যাদাপূর্ণ সম্মান। প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই শ্রেণিতে পুরস্কার পাওয়া প্রাইম ব্যাংকের জন্য অনেক গর্ব ও সম্মানের। এমন এক সময়ে প্রাইম ব্যাংক এ পুরস্কার পেয়েছে যখন ব্যাংকটি বৃহৎ পরিসরে ডিজিটাল ট্রান্সফর্মেশনের যাত্রা শুরু করেছে। সম্প্রতি ব্যাংকটি আইসিটি, বিপিও/আউটসোর্সিং, ইন্টারনেট ও ই-কমার্স প্রতিষ্ঠান ও স্টার্টআপ কোম্পানির জন্য বাংলাদেশের প্রথম জামানতবিহীন এমএসএমই ঋণ চালু করেছে, যা সরকারি ও উদ্যোক্তা মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। হংকংভিত্তিক এশিয়ামানির পুরস্কারটি এই অঞ্চলের ব্যাংকিং ও আর্থিক পরিমন্ডলে অনেক প্রত্যাশার এক পুরস্কার, যেখানে এশিয়ার সেরা ব্যাংকগুলোকে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে পুরস্কার অর্জন করতে হয়। প্রাইম ব্যাংককে পুরস্কার প্রদানের কারণ ও এর বিশেষত্ব বিস্তারিতভাবে এই লিংকে তুলে ধরেছে এশিয়ামানি। এর আগে যেসব বিশ্বখ্যাত ব্যাংক এশিয়ামানির সেরা ডিজিটাল ব্যাংক পুরস্কার পেয়েছে তাদের অন্যতম হলো: সিঙ্গাপুরের ইউওবি ব্যাংক, জাপানের রাকুটেন ব্যাংক, ভারতের এইচডিএফসি ব্যাংক এবং হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। প্রাইম ব্যাংক এর ডিজিটাল সার্ভিসের অন্যতম হলো বাংলাদেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল অ্যাকাউন্ট, প্রাইমডিজি, যা মিলেনিয়ারদের ব্যাংকটির প্রতি আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। অত্যাধুনিক ইন্টারনেট ব্যাংকিং- অ্যালটিচুড- গ্রাহক জনপ্রিয়তা অর্জন করেছে, বিশেষ করে কোভিড-১৯ পরিস্থিতিতে অসংখ্য গ্রাহক অ্যালটিচুড সেবার সঙ্গে সংযুক্ত হয়েছেন। আধুনিক এটিএম ও কন্ট্যাক্ট সেন্টারও গ্রাহকদের উৎকর্ষ সেবা প্রদান করে আসছে। ডিজিটাল ট্র্যান্সফর্মেশনের অংশ হিসেবে অতি শিগগিরই ব্যাংকটি নারীদের জন্য বিশেষায়িত উদ্যোগ, এজেন্ট ব্যাংকিং ও ভয়েস ব্যাংকিং চালু করতে যাচ্ছে। বিজ্ঞপ্তি