এশিয়ার অন্যতম সেরা ব্যাংক প্রাইম

প্রকাশ | ২২ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে গ্রাহক ও কর্মীবাহিনীর নিরাপত্তায় কার্যকর উদ্যোগের জন্য এশিয়ার অন্যতম সেরা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক লিমিটেড। যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত ফাইন্যান্সিয়াল প্রকাশনা ইউরোমানি প্রাইম ব্যাংককে 'এক্সিলেন্স ইন লিডারশিপ ইন এশিয়া ২০২০ পুরস্কারে' ভূষিত করেছে। কোভিড-১৯ মহামারির সময় গ্রাহকদের স্বার্থ রক্ষা ও নিরবচ্ছিন্ন সার্ভিস প্রদান এবং গ্রাহক ও কর্মীবাহিনীর স্বাস্থ্য নিরাপত্তায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করায় এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হলো। প্রতিষ্ঠার ২৫তম বছরের শুভক্ষণে প্রাইম ব্যাংক এই আন্তর্জাতিক সম্মান অর্জন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ বছরেই ব্যাংকটি নিউইয়র্কভিত্তিক গেস্নাবাল ফাইন্যান্স থেকে 'বেস্ট ব্যাংক অ্যাওয়ার্ড ইন ব্যাংলাদেশ' এবং হংকংভিত্তিক এশিয়া ফাইন্যান্স থেকে 'বেস্ট ডিজিটাল ব্যাংক ইন বাংলাদেশ' পুরস্কার পেয়েছে। ইউরোমানির অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স আন্তর্জাতিক পরিমন্ডলে অত্যন্ত মর্যাদাপূর্ণ পুরস্কার। প্রতিবছর বিশ্বের পাঁচটি মহাদেশের এক হাজারের বেশি করপোরেট প্রতিষ্ঠান এই পুরস্কার অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। পুরস্কারের মানপত্রে ইউরোমানি উলেস্নখ করে- 'কোভিড-১৯ দুর্যোগের সময়কালে প্রাইম ব্যাংককে কখনোই এক মুহূর্তের জন্য সার্ভিস বন্ধ করতে হয়নি। দক্ষিণ এশিয়ার ব্যাংকগুলোর মধ্যে প্রাইম ব্যাংকই প্রথম কর্মীবাহিনীর স্বাস্থ্য নিরাপত্তায় সচেতনতা কার্যক্রম শুরু করে, যা ৩০ জানুয়ারি, ২০২০-এ শুরু করা হয়। এই অঞ্চলে ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে ব্যাংকটি সর্বস্তরের কর্মীবাহিনী ও গ্রাহকদের নিরাপত্তায় নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে। এ বছরের শুরুতেই প্রাইম ব্যাংক দরিদ্র জনগোষ্ঠীর সেবায় বিদ্যানন্দ ও জাগো ফাউন্ডেশনসহ পাঁচটি স্থানীয় এনজিওর সঙ্গে অর্থ সংগ্রহের জন্য পার্টনারশিপ শুরু করে।' বিজ্ঞপ্তি