টানা উত্থানে পুঁজিবাজার

প্রকাশ | ৩০ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান মূল্য সূচকের উত্থান হয়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের চার কার্যদিবসেই ঊর্ধ্বমুখী থাকল শেয়ারবাজার। মূল্য সূচকের উত্থান হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে চার হাজার ১৭১ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক দশমিক ৭৫ পয়েন্ট কমে এক হাজার ৪০১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্‌ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ৯৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১২৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে কমেছে ৫৮টির। আর ১৬৯টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর বাজারে লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ৫২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৪৪ কোটি ৬০ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৪৫ কোটি আট লাখ টাকা।