শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে জাপান

নতুনধারা
  ০৫ আগস্ট ২০২০, ০০:০০

বাংলাদেশে নিযুক্ত জাপানের মান্যবর রাষ্ট্রদূত ইতো নাওকি ইপিজেডে জাপানি বিনিয়োগকারীদের সার্বিক সহাযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বেপজার ভূমিকার প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাপান ও বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব উন্নয়নের লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করবে যা ইপিজেডে এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরও জাপানি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে। সম্প্রতি ঢাকায় বেপজা কমপেস্নক্স পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম বীরপ্রতীক, এসপিপি, এনডিসি, পিএসসি জাপানের রাষ্ট্রদূতকে তার অফিসে স্বাগত জানিয়ে বলেন, বেপজা সর্বদা জাপানি বিনিয়োগকারীদের সহজে ব্যবসা পরিচালনা সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে থাকে। তিনি ইপিজেডে জাপানি বিনিয়োগকারীদের বজায়কৃত উঁচুমানের কমপস্নায়েন্স, শৃঙ্খলাবোধ ও গুণগতমানের প্রশংসা করেন। তিনি রাষ্ট্রদূতকে বর্তমানে চলমান মহামারির বিরুদ্ধে লড়াই এবং কোভিড-১৯-এর ফলে ব্যবসা ও শিল্প পরিবেশের উপর সৃষ্ট বিরূপ প্রভাব মোকাবেলায় বেপজার গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে অবহিত করেন। নির্বাহী চেয়ারম্যান বলেন, চট্টগ্রামের মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ চলছে যা এ বছরের মধ্যে চালু হবে মর্মে আশা করা যায়। তিনি জাপানি রাষ্ট্রদূতের মাধ্যমে জাপানি বিনিয়োগকারীদের মোংলা, উত্তরা, ঈশ্বরদী ইপিজেড এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ সম্ভাবনা যাচাইপূর্বক বিনিয়োগের আহ্বান জানান। ব্রিফিং শেষে নির্বাহী চেয়ারম্যান এবং রাষ্ট্রদূত জাপানি বিনিয়োগকারীদের ব্যবসা পরিচালনা ও নীতি-নির্ধারণী কিছু বিষয় নিয়ে আলোচনা করেন। অন্যান্যের মধ্যে, বাংলাদেশে জাপান দূতাবাসের অর্থনৈতিক মিশনের সেকেন্ড সেক্রেটারি হিগুচি মাসাতোসি এবং বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মাহমুদুল হোসাইন খান, সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, সচিব মো. নবীরুল ইসলাম, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিন্‌তে আলমগীর, মহাব্যবস্থাপক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল তৈমুর সালাদিন কায়কোবাদ, প্রধান প্রকৌশলী মো. আশরাফুল কবির, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, মহাব্যবস্থাপক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) নাহিদ মুন্সী এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<107684 and publish = 1 order by id desc limit 3' at line 1