এপ্রিল-জুন করোনার প্রভাবে সিঙ্গারের মুনাফা কমেছে ৮০%

প্রকাশ | ০৬ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
নভেল করোনাভাইরাসের কারণে চলতি বছরের ২৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটিকালীন সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ছিল। ফলে এ সময়ে কোনো ব্যবসা করতে পারেনি ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। এতে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির বিক্রি আগের বছরের তুলনায় ৪২ শতাংশ কমেছে। আর ব্যবসা কমার কারণে এ সময়ে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা আগের বছরের তুলনায় ৮০ শতাংশ কমে গেছে। সিঙ্গার বাংলাদেশের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ২৯৮ কোটি টাকার পণ্য বিক্রি করেছে কোম্পানিটি। যেখানে এর আগের বছরের একই সময়ে বিক্রি হয়েছিল ৫১৭ কোটি টাকার পণ্য। ব্যবসা কমার কারণে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৭ কোটি ৯০ লাখ টাকা, যেখানে এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৩৮ কোটি ৯৪ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৯ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৯১ পয়সা।