টিকটক-উইচ্যাটের লেনদেন বন্ধে ট্রাম্পের নির্বাহী আদেশ

প্রকাশ | ০৮ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মালিকানা কোম্পানি বাইটড্যান্স ও উইচ্যাটের মূল কোম্পানি টেনসেন্ট-এর সঙ্গে যুক্তরাষ্ট্রের আর্থিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশ জারির ৪৫ দিনের মাথায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সংবাদসূত্র : বিবিসি চলতি সপ্তাহে হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের ডিজিটাল নেটওয়ার্ক থেকে 'অবিশ্বস্ত' চীনা অ্যাপগুলোকে মুক্ত করার পদক্ষেপ নিয়ে কাজ করার কথা জানায়। হোয়াইট হাউসের পক্ষ থেকে ওই সময় টিকটক এবং উইচ্যাটকে 'মারাত্মক হুমকি' হিসেবে অভিহিত করা হয়। আর এরপরই ট্রাম্পের নির্বাহী আদেশ জারি হলো। ট্রাম্প স্বাক্ষরিত নির্বাহী আদেশে বলা হয়েছে, 'টিকটক সম্ভবত চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সুবিধার জন্য ভুল তথ্য ছড়ায়; যা দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করতে টিকটকের মালিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবশ্যই আগ্রাসী পদক্ষেপ নেওয়া উচিত।' ট্রাম্প নির্বাহী আদেশে আরও বলেন, 'উইচ্যাট স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে। আর এই তথ্য সংগ্রহ ব্যবস্থায় চীনের কমিউনিস্ট পার্টির প্রবেশাধিকার মার্কিনিদের ব্যক্তিগত ও সম্পত্তিতুল্য তথ্যের জন্য মারাত্মক একটি হুমকি।' নির্বাহী আদেশ জারির ৪৫ দিনের মাথায় কোম্পানি দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের লেনদেন হবে অবৈধ। যদি কেউ এ ধরনের লেনদেন করে ওই দুই কোম্পানির সঙ্গে, তাহলে মার্কিন আইন অনুযায়ী তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। তবে চীনা কোম্পানি দুটি এখনো কোনো মন্তব্য করেনি। যেহেতু এই নির্দেশ ৪৫ দিন পরে চালু হবে, তাই এর মধ্যে মাইক্রোসফটের পক্ষে টিকটক কিনে নেওয়ার সুযোগ থাকছে। টিকটক কেনার জন্য বাইটড্যান্সের সঙ্গে আলোচনা চালাচ্ছে মাইক্রোসফট। তাদের হাতে ৪৫ দিন সময় থাকল। তার মধ্যে যদি তারা কিনতে পারে তো ভালো, না হলে তারপর টিকটক কার্যত নিষিদ্ধ হয়ে যাবে। টিকটকের মতো উইচ্যাটও যুক্তরাষ্টে খুবই জনপ্রিয়।