তুলা রপ্তানিতে চাঙ্গা পাকিস্তান

প্রকাশ | ১০ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
পাকিস্তানের তুলা রপ্তানি খাতে চাঙ্গা ভাব দেখা মিলেছে। ২০১৯-২০ অর্থবছরের প্রথম ১১ মাসে (২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মে পর্যন্ত) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পণ্যটির রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯৮৬ টন বেড়ে প্রায় ১৩ লাখ টনে উন্নীত হয়েছে। তবে রপ্তানির পরিমাণ বাড়লেও এ সময় তুলা রপ্তানি করে দেশটির আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ শতাংশ কমেছে। পাকিস্তান বু্যরো স্ট্যাটিস্টিকসের (পিবিএস) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার ও ডন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরের প্রথম ১১ মাসে পাকিস্তান থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১২ হাজার ৭৭৬ টন তুলা রপ্তানি হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের একই সময়ে পাকিস্তান থেকে আন্তর্জাতিক বাজারে মোট ১১ হাজার ৭৯০ টন তুলা রপ্তানি হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে পণ্যটির রফতানি বেড়েছে ৯৮৬ টন। ২০১৯-২০ অর্থবছরের জুলাই-মে সময়ে তুলা রপ্তানি করে পাকিস্তানের রপ্তানিকারকরা মোট ১ কোটি ৭০ লাখ ৫ হাজার ডলার আয় করেছেন বলে প্রতিবেদনে জানিয়েছে প্রতিষ্ঠানটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৯৩ শতাংশ কম। আগের অর্থবছরের একই সময়ে তুলা রপ্তানি করে পাকিস্তানের রপ্তানিকারকরা মোট ১ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ডলার আয় করেছিলেন। অর্থাৎ বছরের ব্যবধানে তুলা রপ্তানি বাবদ পাকিস্তানের আয় কমেছে ১৮ লাখ ৭৪ হাজার ডলার।