ব্র্যাকের করোনা পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত

প্রকাশ | ১১ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
দাতাসংস্থা ব্র্যাক পরিচালিত করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষার বুথ বন্ধ হচ্ছে না। তাদের নমুনা পরীক্ষার বুথ আগামী ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ব্র্যাক স্বাস্থ্য অধিদপ্তরকে একটি চিঠিতে জানিয়েছে ৩১ আগস্টের পর তাদের করোনা পরীক্ষার ৩৮টি বুথ বন্ধ হয়ে যাবে। এই খবরটি সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে ব্র্যাক। ব্র্যাকের সিনিয়র মিডিয়া ম্যানেজার মাহবুবুল আলম কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরকে লেখা এক চিঠির পরিপ্রেক্ষিতে গত ৮ আগস্ট পত্রিকায় খবর এসেছে রাজধানীতে ব্র্যাক পরিচালিত ৩৮টি করোনা পরীক্ষার নমুনা বুথ বন্ধ হয়ে যাচ্ছে। গত ছয় মাস ধরে ভাইরাস সংক্রমণ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদফতরকে সহায়তা করতে সারাদেশে ৯৭টি বুথ পরিচালনা করে আসছে ব্র্যাক। এ বুথগুলো ব্র্যাকের নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। কিন্তু তহবিল সংকটের কারণে রাজধানীর ৪০টি বুথ ৩১ আগস্টের পর থেকে আর চালানো সম্ভব হবে না বলে ঈদের আগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে লিখিতভাবে জানিয়েছিল ব্র্যাক।