কর্মসংস্থান ব্যাংকের 'বঙ্গবন্ধু যুবঋণ'-এর চেক বিতরণ

প্রকাশ | ১২ আগস্ট ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কর্মসংস্থান ব্যাংক কর্তৃক 'বঙ্গবন্ধুযুবঋণ' কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচির বিপরীতে ২ (দুই) লক্ষ প্রশিক্ষিত বেকার যুবদের মধ্যে ঋণ বিতরণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাংকের মানিকগঞ্জ শাখার উদ্যোগে ১০ আগস্ট ব্যাংক শাখা ভবনে প্রশিক্ষিত যুবদের মাঝে 'বঙ্গবন্ধুযুবঋণ'-এর চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা, প্রধান অতিথি হিসেবে যুগ্মসচিব এবং ব্যাংকের পরিচালক কামরুন নাহার সিদ্দীকা বিশেষ অতিথি এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এছাড়া মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম। প্রধান অতিথি উক্ত সভায় সমবেত গ্রাহকদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং কর্মসংস্থান ব্যাংকের সেবা গ্রহণের আহ্বান জানান। বিজ্ঞপ্তি