প্রাইম ব্যাংকের অর্ধ-বার্ষিকের আর্থিক ফলাফল প্রকাশ

প্রকাশ | ১২ আগস্ট ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
২০২০ সালের প্রথম ছয় মাসের আর্থিক ফলাফল প্রকাশ করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। ব্যাংকের এ সময়কালে ডিপোজিটে প্রবৃদ্ধি, নন-পারফর্মিং লোন (এনপিএল) ব্যবস্থাপনায় লক্ষ্যণীয় উন্নতি করেছে। প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ ক্যাপিটাল টু রিক্স ওয়েটেড অ্যাসেটস রেশিও (সিআরএআর) অর্জন এবং সরকারের করোনাভাইরাস প্রণোদনা প্যাকেজের আওতায় এমএসএমই খাতে অন্যতম সর্বোচ্চ ঋণ বিতরণ করেছে। এর আগে ২৫তম বার্ষিক সাধারণ সভায়, ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের জন্য প্রাইম ব্যাংক ১৩.৫০% নগদ লভ্যাংশ ঘোষণা করে। ২০২০-এ প্রাইম ব্যাংক-এর মোট ডিপোজিট দাঁড়িয়েছে ২২,৬১৬ কোটি টাকা, যা ২০১৯ সালের ডিসেম্বরের ২১,৬৪৪ কোটি টাকা থেকে ৪.৪৯% বেশি। এনপিএলে লক্ষ্যণীয় অগ্রগতি অর্জন করেছে। এনপিএল দাঁড়িয়েছে ৪.২১%, যা পূর্বের বছরের একই দিনে ছিল ৬.০৭%। ২০২০-এর অর্ধবার্ষিক শেষে এনপিএল কভারেজ রেশিও হয়েছে ১২৯% যা আগের বছরের একই দিনে ছিল ৭১%। ৩ আগস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদ ও সিনিয়র ম্যানেজমেন্টের কর্মকর্তাবৃন্দ ২০২০ সালের প্রথম ছয় মাসের আর্থিক ফলাফল উপস্থাপন করেন এবং অনলাইনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি বিনিয়োগ বিশ্লেষক, পুঁজিবাজার বিশেষজ্ঞ ও আর্থিক প্রতিষ্ঠানের পার্টনার ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনলাইনে আয়োজিত অনুষ্ঠানটি ব্যাংকটির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। বিজ্ঞপ্তি