অগ্রণী ব্যাংকের 'অর্থনৈতিক উন্নয়নে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদান' আলোচনা

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে মাসব্যাপী শোক পালনের অংশ হিসেবে 'অর্থনৈতিক উন্নয়নে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদান' শীর্ষক ভার্চুয়াল আলোচনা ও বিশেষ দোয়া ৩১ আগস্ট অনুষ্ঠিত হয়। জুম ওয়েবিনারের মাধ্যমে উক্ত ভার্চুয়াল আলোচনায় অগ্রণী ব্যাংকের প্রায় তিন হাজার নির্বাহী ও কর্মকর্তা, যুক্ত ছিলেন। অনুষ্ঠানে ১৯৭৫ এর ১৫ আগস্টে শাহাদতবরণকারী জাতির পিতা ও পরিবারের সদস্যবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশেষ দোয়া পরিচলিত হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত আলোচনা সভার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্‌ত। এসময় বিশেষ আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন পরিচালনা পর্ষদের পরিচালক মাহমুদা বেগম, কাশেম হুমায়ুন, ড. মো. ফরজ আলী, কে এম এন মঞ্জুরুল হক লাবলু, খন্দকার ফজলে রশিদ এবং যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও পর্ষদের পর্যবেক্ষক লীলা রশীদ। ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম। বিজ্ঞপ্তি